এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
●३ প্রবোধ-চক্ৰোদয় নাটক । পিতাপুত্র সুহৃদের পড়িলে গো মৃত্যুমুখে, জড়বুদ্ধি মূঢ়জন শোক-বশে অধীর হইয়া করে সবে উদর তাড়ন । এ বিরস-পরিণাম অসার সংসার-মাঝে, - বিয়োগ, সুধীর মনে, শান্তি-সুখ আনি করে বৈরাগ্যের দৃঢ়ত৷ সাধন ॥ বৈরাগ্যের প্রাবশ । নীলোৎপল-প্রান্ত-সম স্বাক্ষ্মায়ত চৰ্ম্ম দিয়া না করিত বিধি যদি দেহ আচ্ছাদন ; তাছা হলে তৎক্ষণাৎ, কাক গৃধ্রু ব্যাঘ্ৰ আসি’ দেহ-চু্যত রক্ত-মাংস করিত ভক্ষণ —বল তো কে নিবারিত তাদের তখন ? আরও দেখ ৪— o বিষয়-জনিত রস চঞ্চল চপলা সম বিরস অস্তিমে ; মৃত্যু রাজে দেহে দেহে, না: সদা বিদ্যমান স্বপ্রচুর ধনে ; প্রতি লোক করে শোক, বহুল অনর্থ ললনায় ; তবু ভ্ৰমে ঘোর পথে —নহে রত ব্রহ্মে কেহ হায় ! সর —বৎস । এই দেখ তোমার বৈরাগ্য উপস্থিত, একে সম্ভাষণ কর । -