পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ8 প্রবোধ চন্দ্রোদয় ন;টক । —উদাত্ত বিবেক-বলে দূর হয়ে তমোরাশি— মৃগ তৃষ্ণকীর প্রায় এ সমস্ত দেখি শে। এখন ॥ সর –বৎস! তা হলেও, গৃষ্ঠী ব্যক্তির ক্ষণকাল ও অনাশ্রমী হযে থাকৃতে নেই ; অতএব, আজ থেকে নবুণ্ডিত তোমার সহধৰ্ম্মিণী হোন । মন –( সলজ্জে ) যে আজ্ঞে দেবি । সব – দেখ বৎস! শম, দম, সস্তোষ প্রভৃতি তোমার পুত্ৰগণ তোমার সেবা করুক ; যম নিয়মাদি অমাতালগ তোমার সহচর হয়ে থাকুক ; তোমার জেষ্ঠ পুত্র লিবেক তোমার অনুগ্রহে উপনিষৎ দেবীর সহিত যৌবরাজ্যে অভিষিক্ত হোক্‌ ; মৈত্রী, দয়া, ক্ষমা, তিতিক্ষ, এত যে চার ভগিনী—এদের ভগবতী বিষ্ণুভক্তি পরিচারিক করে তোমার নিকটে পাঠিয়েছেন—এদের উপর তুমি প্রসন্ন থেকে । মন ।—ভগবতি । আপনার সমস্ত অজ্ঞাঠ শিরোধীর্য্য । ( সহৰ্ষে পদ তলে পতন ) সর –বৎস! তুমি যম, নিয়ম, আসন, প্রাণায়াম প্রভৃতির প্রতি সাদর দৃষ্টি রোখে ; অlর, তামার সঙ্গে এদের রেখে চিরকাল সাম্রাজ্য ভোগ কব । তুমি সুস্থ থাকলে, ক্ষেত্ৰজ্ঞ পুরুষ আত্মাও প্রকৃতিস্থ হবেন । কেন না :– তব সঙ্গ বশে আত্মা छद्मभूङ्ग्छझापूङ ভিন্ন ভিন্ন বুদ্ধিবৃত্তি লভি', —এক, নিত্য, হইয়াও— ধবে বহুমূৰ্ত্তি, যথা সাগর-ত্তরঙ্গে দেব রবি । বহিবিষয়িনী বুদ্ধি " সংহরিয়! কোন মতে পার’ যদি কামতে গো তুষ্ণীরে ধারণ,