পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ e পুৰোধ চন্দ্রিক। সকল পাতকবিনাশার্থে ব্রাহ্মণদিগকে প্রচুর ধন বিতরণ কর ও জপ যজ্ঞ পুজাদিদ্বারা দেবতারদের আরাধন কর। এইরূপে নারীৰেশধারী কালিদাস শ্লোক চতুষ্টয় শুনাইয়া নৃপনন্দনকে প্রকৃতির ৰৈলক্ষণ্য দূর করিয়া স্বভাৰস্থ করিলেন। . রাজা মন্ত্রিকে সম্মানপূর্বক কহিলেম হে দীৰ্ঘদর্শিশ্রেষ্ঠ ইদানীন্তন কৰিসমুহমধ্যে অলৌকিক অবশ্য ফলসাধক আৰ্যর্থ বৈদিক মন্ত্রের ন্যায় এতাদৃশ লোকাতীত কাব্যকরণ সামর্থ কীলিদাসব্যতিরেক অন্যের দেখি নাই । ইনি কি সাক্ষাৎ সরস্বতী তোমার বধূরুপে মূৰ্ত্তিমতী পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেম । তোমার কি ভাগ্য না জানি জন্মান্তরে তুমি কি অনিৰ্ব্বচনীয় পুণ্য করিয়াছিল । আমি তোমার এ বধুর সবিশেষ পরিচয় জিজ্ঞাসু হইয়াছি তোমার অভিপ্রায় সিদ্ধ যদি হয় তবে তোমার এই পুত্রবধূকে আমি কিছু প্রশ্ন করি। মন্ত্রী কহিলেন যে আজ্ঞা মহারাঞ্জ ইহার বাধা কি মদীয় যে সকল বিষয় সে ভৰদীয় । অনন্তর রাজ মন্ত্রির আশয় পাময় যে প্রশ্ন করিলেন সে এই । গৃহে বসসি চাৰ্ব্বাঙ্গ অটব্যা~নৈৰ গচ্ছসি। কক্ষৰায়ু মনুষাণা" কথ^ জানাসি সুন্দরি । এ শ্লোকের অর্থ হে সুন্দরি তুমি ঘরে থাক,অটীতে কখন যাওনা তবে কক্ষৰাসুমনুষোরদের যে প্রকার হইয়াছিল বনবৃত্তান্ত তুমি কি প্রকারে জানিল । ইহাতে কালিদাস কহিলেন । দেবগুরুপ্রসাদেন জিহ্বাগ্রে মে. সরস্বতী । তেনাহ^ ৰূপ জানামি ভানুমত্যাম্ভিলণ২ যথা । এ মোকের অর্থ এই হে রাজন অভীষ্ট দেবতার ও আচার্যের প্রসন্নতাতে আমার জিহ্ব্যগ্রবর্ভিনী ৰান্নেবী সেই কারণে আমি এ সকল ৰিষয় জানি যেমন ভানুমতীর তিল । রাজা এই শ্লোক শ্ৰৱণমাত্রে হর্ষে লজ্জ লেশমাত্র না করিয়াও আপনি ডালনছইতে হঠাৎ উঠিয়া যৱনিকামধ্য প্রৰিষ্ট হইয়। স্বৰয়স্য কালিদালকে করে ধরিয়া সভামধ্যে আনিয়া পাদ্যৰমত হইয় অক্তি মধুরবচনে স্বদোষক্ষালনার্থ অনুনয় করিতে উপক্রম করিলেন হে পণ্ডিতশিরোমণি অামি রাষ্ট্যাভিমানে উন্মত্ত হইয়। ন্ত্ৰৈণত। দোষে আপনকার স্বরুপ ন জানিয়া সমুষ্ঠিত প্রতিফল পাইলাম এইক্ষণে আমার অপরাধ ক্ষমা সভামধ্যে আমার সমুখে সুবর্ণময় পীঠে উপৰিষ্ট হইয়া ত্বীয় ৰিচ্ছেদজন্য মদীয় মনম্ভাপ আলাপ অমৃতের দ্বারা শান্ত করুন ।