পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবেধ চfস্র ক1 । Υ & » লক্ষণাক্রান্ত এক পূত্র হইল তাহার নাম ভোজ তাঁহাকে নীতি শাখাভ্যাস করাইতে চাণক্য নামে এক পণ্ডিতকে আনয়ন করিয়া রাজা আজ্ঞা করিলেন ষে হে নীতিশ আধ্যাপক অ|পনি আমার পুত্রকে নীতিনিপুণ করুন। চাণক্য কহিলেন ছে মহারাজ আমার নিবেদন প্ৰৰণে অবধান করুন জীবসমূহের সঞ্চিত পুণা সমুদায় ও পাপসমুদায় এই দুই সমুদায়ের মধ্যে পূণাসমুদায়ের যে সমুদায়কাল সে সত্যযুগ। সে সময়ের লোকের। কেৰল ধর্মপর ছিল অধর্মের লেশমাত্রও তাহারদের ছিল ন| সকলেই শিষ্ট ছিল । অতএৰ দুষ্টনিগ্রহদ্বারা শিষ্টপালনার্থ পরমেশ্বরনিযোজিত রাজা তখন কেহ ছিল না পশ্চাৎ তৎকালীন লোকেরদের ভূমপ্রমাদ ইঞ্জিয় শ্লথ ও বিলম্বাদেচ্ছ। রূপ জীবের সহজ দোষ চতুষ্টয়েতে ক্রমেক্রমে কিঞ্চিsং অপরাধ জন্মিতে সত্যযুগের শেষভাগে কিছু পাপের পঞ্চার হঠল । তাহতে তাৎকালিক লোকেরা কদাচিৎ কিঞ্চিৎ পাপকরণে প্রবৃত্ত হইতে লাগিল। তৎপ্রযুক্ত উত্থিত রাগদ্বেষমূলক কাম ক্ৰোধ লোভ মোহ মদ মাৎসর্ষ্যের অঙ্কর হওয়াতে স্থাৎ - বিক ইন্দ্রিয় নিগ্রহজনিত মীতিfনপুণত; উত্তরোত্তর দ্রাস হইতে লাগিল এৰণ পাপেতে পুরুষবুদ্ধিরও পরপর কিঞ্চিৎ ং মালিন্য হইতে লাগিল। তাহাতে প্রজারদের পর সপর বিরোধ বিসম্বাদকৃত পীড়া ও শাস্ত্রার্থ বিস্মরণ হওয়াতে ব্রহ্মা ককারাদি বর্ণ লঙ্কেত ও প্রজা পালনার্থ মনুপুত্রকে রাজপদে অভিষিক্ত कद्विग्न। म७नीठिब्रांप्रांडुद्र ग़ाङबीठि दिनrाद्ग *ठगश्त्र व्यथmfग्न স্ববুদ্ধিতে রচিয়া মনুপুত্রকে দিলেন। পশ্চাৎ মনু নারদ গুরু শুক্র ভরদ্বাজ ভার্গব বিশালক্ষ পরাশর মুনিপ্রভৃতির। ঐ রাজৰিদ্যাকে স^ক্ষিপ্ত করিলেন। তাহার পর প্রজ লোকেরদের অন্প আয়ু জানিয়া বিষ্ণুপ্তপ্ত তাহাকেও পুনৰ্ব্বার স^ক্ষিপ্ত করিলেন। পরে পণ্ডিতেরা লেই সেই নীতিবিদ" সম্প২গ্রহহক্টতে যায় আকর্ষণ করিয়া শ্রবণসুখার্থে স্বকপোলৰুপিত কথাচ্ছলেতে ও অনাদিসিদ্ধ পুরাতন পৌরাণিক কথা সম্বাদ বিষয়াস্তান্ত:সঙ্ক রাজকুমায়েরদের পক্ষকদলীখণ্ড পুষ্টত ঔষধ পানের ন্যায় নীতিজ্ঞান গ্ৰহণার্থ নানা পুস্তক রচিত করিয়াছেন যেহেতুক শিষ্টেরদের স্বভাৰতঃ সৎপক্ষ পাতি বুদ্ধিতে নীতিজ্ঞান সম্পাদন সহজ হয়। অশিষ্টের