পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰোধ চন্দ্রিক । $ 3 শব্দ অনিত্য। যেমন বায়ুহেতুক জলাভিঘাতে বিভিন্ন সূক্ষ্ম ক্ষণেতে পরপর উত্তোলিত যে কিঞ্চিsং জল তৎসমুদায় একৈক তরঙ্গরূপেতে আর্বিভূত হয় তেমনি কোষ্ঠস্থ ৰায়ুর কণ্ঠতালুদি স্থানাভিঘাতে পৃথকৃৎ ক্ষণে উত্তরোত্তর উচ্চারিত যে একৈক বর্ণ তৎসমুদায় একৈক পদরুপে প্রকাশ যে পায় তাহাকেই বীচিতরঞ্জ ন্যায়ে শব্দোৎপত্তি করিয়া নায় শাস্ত্ৰে কহিয়াছেন । কোন পণ্ডিতের কছেন যেমন কদম্ব কুসুমগ্রন্থিতে প্রস্টটিত কেশরসমূহ একৈক পুষ্পৰূপে প্রকাশ পায় তেমনি কণ্ঠতালুপ্রভৃতি স্থানেতে উচ্চারিত বর্ণসমূহালম্বন জ্ঞান একৈক পদ বুদ্ধিরূপে প্রকাশিত হয় ইত্যাকারক কদম্বগোলক ন্যায়ে শব্দে। &পত্তি হয় । বৈয়াকরণের কহেন গো পিক কপি জার রাজা কুবলয় ইত্যাদি শব্দসকল যদি বর্ণ সমুদায়াত্মক হয় তৰে শব্দহইতে অর্থজ্ঞান হইতে পারে না। যেহেতুক বর্ণ সমুদায়ের উচ্চারণ এক কালে হয় না প্রথম বর্ণোচ্চারণ কালে দ্বিতীয় বর্ণ নাই এমন পয়ং বর্ণসকল। অতএব বর্ণ সকলের ক্রমিকঅপ্রযুক্ত সাহিত্য সম্ভবে না। এব^ষে শব্দের যে অর্থ সে অর্থ শব্দমধ্যে যে অক্ষরসকল থাকে তাহার একৈকেতে কিম্বা দুই তিনেতে কিন্তু সে শব্দের বৈপরীত্যেতে বুঝায় না। কেননা গবাদি শব্দঘটক যে কারাদি অক্ষর তাহার গোৰ্যক্তি কিম্বা গোস্ত জাতিপ্রভৃতিরুপ অর্থকে বুঝাইতে পারে না কোথাও বা কিছুই অর্থ হয় না। কোনং স্থানে সে অর্থ ন হইয়া অন্য অর্থ হয় । যেমন যে পিকশব্দে কোকিলকে কহে সে বিপরীত হইলে বানরকে কহে বানরর্বাচক যে কপিশব্দ সে বিপd":ও",'র গু হইয়া কোকিলবাচক হয়। যে রাজা পদ ভূপত্তিকে বুঝায় সে বিপরীত হইলে তুষ্ট স্ত্রীর বোধক হয় ভুষ্ট স্ত্রীবোধক ষে জারা শব্দ সে উল্ট হষ্টয়া রাজবাচক হয়। কুৰলয় শব্দের প্রথমাক্ষর ভূমি ও কুৎসিতবাচক দ্বিতীয় তৃতীয় বর্ণ সামর্থবোধক দ্বিতীয়াদি বর্ণত্রয় বালানামে অলঙ্কারকে কহে সমুদ্ৰায়ে হেলানাম পুষ্পকে ৰূহে অতএব বর্ণাত্মক শব্দ নহে। কিন্তু এক নিত্যবর্ণভিন্ন সেফাটনামক শব্দৰাচক যথাক্রমে একৈক ৰণোচ্চারণেতে কিঞ্চিৎকিঞ্চিত্রুপে বুদ্ধিতে প্রকাশ পাইয়। শেষ বর্ণোচ্চারণেতে সমপূর্ণরুপে স্বয় প্রকাশমান হষ্টয়া