পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○○ প্রবোধ চক্রিঙ্কা। পঙ্কজাদি শব্দ পঙ্কজনাদি যে সকল পদ্ম কুমুদ শৈবালাদি সে সকলঙ্ক না কহিয়া কেৰল পদ্মপ্রভৃতিতে প্রসিদ্ধ হয়। রূঢ় শব্দের পরিচয় এই। প্রকৃতি প্রত্যয়ার্থ মিশ্রণে যে অর্থ হইতে পারে সে অর্থ ন হইয়া আর অর্থ যে শব্দেতে হয় সে রূঢ় শব্দ । যেমন মণ্ডপাদি শব্দ কেননা মণ্ডপ শব্দেতে মণ্ডপানকর্তা এই অর্থ বুঝাইতে পারে সে অর্থ না বুঝাইয়া চেয়ারি ঘর বুঝায় ঘর কখনো মাড় খায় না এমনি যে শব্দ সকল তাহার রূঢ় শব্দ হয়। এরূপে মুখ্য শব্দ তিন প্রকার হয়। . লাক্ষণিক শব্দের প্রকারদ্বয় এই । গৌণ আর ঔপচারিক। যে শব্দ স্বকীয় মুখার্থের বাধপ্রযুক্ত প্রসিদ্ধিবশতঃ কিম্ব প্রয়োগকৰ্ত্তার তাৎপর্যাবশতঃ স্বকীয় মুখ্যার্থ পরিত্যাগ করিয়া স্বকীয় গুণসম্বন্ধি অন্য অর্থকে বুঝায় সে গৌণ শব্দ হয়। যেমন এ ব্রাহ্মণ গঙ্গাবাসী ইত্যাদি বাক্যেতে গঙ্গাদি শব্দ গল্প শব্দের মুখ্যার্থ ভগীরথখাতস্থ জলপ্রবাহ তাহাতে ৰাহ্মণের বাস সম্ভবে না এই জন্য গঙ্গাশদের মুখ্যার্থের বাধ এতৎপ্রযুক্ত এ গঙ্গাশদ ভগীরথখাতস্থ জলপ্রবাহরূপ মুখ্যার্থকে পরিত্যাগ করিয়া প্রয়োগকৰ্ত্ত ব্যক্তির তাৎপৰ্য্যাধীন আপনার যে শৈত্য পাবনত্বাদি গুণ তদ্‌গুণবিশিষ্ট স্বকীয় তাঁররূপ অর্থকে বুঝান। অতএব গঙ্গাবাসী শব্দ লক্ষণাতে গঙ্গাতীরবifমরূপ অর্থকে জানান। এতাদৃশ যেথ শব্দ তাহাকে লাক্ষণিক ও গৌণ শব্দ করিয়া কহেন। এবণ২ আমার এ যে পুত্র সে আমিই ও ইনি পুরুষসি^হ ইনি পুরুষশার্দুল ও এৰেট পুরুষকাক এৰেট পুরুষ কুকুর ইত্যাদি বাক্যপ্রয়োগে পুত্রের আত্মত্ত্বের অসম্ভবপ্রযুক্ত ওঁ পুরুষাদির নি~হ শুর্মুল কাক কুকুরত্বপ্রভৃতির অলম্ভবপ্রযুক্ত আত্মশব্দ আত্মতুল্য প্রিয়রুপ অর্থকে বুঝায় ও সি-২হ ল শব্দ সিংহসদৃশ পূররপ অর্থকে বুঝায় ও কাককৃষ্ণুর শব্দ কাঞ্চকুত্ত্বরের সমান যেমন তেমনরুপে দত্ত পরের উচ্ছিষ্ট অন্নোপজরিপ অর্থকে লক্ষণাতে বুৰায় তাৎপৰ্য্যৰশত লক্ষণ এই ৷ * 。 。 প্রসিদ্ধিবশতঃ যে লক্ষণ তাহ কহি শুন তৈল শব্দের মুখ্যার্থ ভিলজন্য স্নেহদ্রব্য। সর্ষপাদিজাত স্নেহ দুৰ্যেতে যে তৈল শব্দ প্রয়োগ লে লোক প্রসিদ্ধিৰশতঃ লক্ষণ:ধীন । এৰ^ দেছেতে আত্মশন্স প্রয়োগ আত্মৰৎ প্রিয়ত্বপ্রযুক্ত। কেননা