পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

">bア পুৰোধ চন্দ্রিক । ঘোটকাকারের পরিজ্ঞান যাহাতে হয় তাহাকে ভাগলক্ষণ কহিয়াছেন । শব্দ লক্ষণার স্বরূপ এই দুই শব্দেতে যাহার নাম তাহাকে পূৰ্ব্ব শব্দে কিম্ব পর শব্দে যে স্থানে কহে সেস্থানে শব্দলক্ষণ হয় যেমন ভীমসেনকে ভীম সত্যভামাকে সত্য পদ্মলোচনকে পদ জগন্নাথকে জগ কহে। তৎস্থলক্ষণার লক্ষণ এই আজি এদের ঘর গমগম শব্দ করিতেছে ইত্যাদি বাক্যপ্রয়োগে ঘরপ্রভৃতি শব্দ তৎস্থজনসমূহের বোধক যাহাতে হয় তাহকে তৎস্থূলক্ষণা করিয়া কহি বিপরীতলক্ষণার স্থল এই কোন ব্যক্তি আপন শক্রকে কহিতেছে হে মিত্ৰ তুমি আমার যে বিস্তর উপকার করিয়াছ তাহ কি কহিব এৰ প২ যে ২ সৌজন্য প্রকাশ করিয়াছ তাহাও বা কি কহিব তুমি এতাদৃশ কর্ম সৰ্ব্বদ করত সুখেতে এক শর্ত বৎসর বাচিয় থাক এই বাক্যেতে বক্তার অভি প্রায়ানুসারে বিপরীত লক্ষণাতে এই অর্থ বুঝায় হে শক্ৰ তুমি আমার ষে ং অপকার করিয়াছ এব° যে ২ দুর্জনত প্রকাশ করিয়াছ তাহ! কি কহিব আর এমন কথম না করত দুঃখেতে শীঘ্র মর। লক্ষণার বিবরণ সপক্ষেপে এই হইল । স°২পুতি আলঙ্কারিকেরদের মতে ব্যঞ্জক নামে আর একপ্রকার শব্দ যেরূপ হয় তাহ কহি । রাজ সাক্ষাৎকারে প্রায় সমস্ত রাত্রি নৃত্য করিয়া পারিতোষিক দুৰ্য কিছু ন পাওয়াতে নর্তনে শৈথিল করিতেছে যে নৰ্ত্তকী তাহাকে তম্ভৰ্ত্ত কহিতেছে হে কান্তে অনেক গত হইল স্বল্প রাত্রি অবশিষ্ট আছে ইহা চিত্তে বিবেচনা করিয়া সজ্জনেরদের মনোরঞ্জন কর । এই বাক। শুনিয় রাজপুত্র রাজাকে মারিয়া আমি রাজা হই এইরূপ ষে মানস করিতেন সে মানসহইতে নিবৃত্ত হইয়া মনে এই স্থির করিলেন ষে রাজা বৃদ্ধ হইয়াছেন অনেক কাল গেল আর অল্প দিন আছে পরে আমিই রাজা হইব অল্প কালের নিমিত্তে গৰ্হিত কৰ্ম্ম করা উচিত নহে যাহাতে লোকে অমুরাগ হয় তাহাই কর্তব্য। এব^ রাজকন্যা যুবতী বিৰাছ ন৷ হওয়াতে রাজার অনুমতিৰ্যতিরেকে কোন পুরুষকে স্বয়ম্বরণ করেন এমত ইচ্ছা করিতেন তাহাহইতে ক্ষান্ত হইয়া মনে এই নিশ্চয় করিলেন যে অনেক দিন প্রতীক্ষা করিয়া অল্প কালের নিমিত্তে রাজানুজ্ঞার নিরপেক্ষ হওয়া উপযুক্ত হয় না উত্তম ৰয়লাভ হইলেই পিতা আমার বিবাহ দিৰেন যেহেতুক পিতার