পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ চঞ্জিকা । 及Y এতাদৃশ আধার আধেয়ের কহায় ইচ্ছাতে যাতে তাতে অধিকরণ হয়। এতজপ ষট্ কারকের ৰোধক যে সুৰন্ত পদ তাছাকে কারক ৰলি। এৰ^ যার তার সম্বন্ধ এ কারক হয় না যেহেতুক ক্রিয়ার নিমিত্ত যে সেই কারক ছয় দুৰ্যাদির যে নিমিৰ সে সম্বন্ধ হয়। যেমন দেৰদত্ত অশ্বেতে গ্রামকে যাইতেছেন ইত্যাদি ৰাকোঁতে গমনাদি ক্রিয়ার নিমিত্ত ষে দেৱদত্তাদি সুৰন্ত পদ সেই কারক। অমুকের ধন ও পুত্রইত্যাদি বাক্যেতে মুৰাদিনিমিত্তক স্বামিত্বাদি নানাবিধ সম্বন্ধবোধক অমুকের ইত্যাদি সম্বন্ধিপদ । এব^ হায় এ কি দুঃখ তোমার পুত্ৰ মুখ হইল ইত্যাদি বাক্যে হায়প্রভৃতি পদযোগে যে২ দুঃখাদি পদ সে সকল উপপদ-বিভক্ত্যন্ত পদ হয় । চেতনকে আপনার অভিমুখ কর রূপ সম্বোধনার্থবোধক হে ইত্যাদি পদ। এ কি হয় না অর্থাৎ অবশ্য হয় ইত্যাকারক বাক্যে শিল্পশ্চালনার্থবোধক না ইত্যাদি পদ । সেওএও ইত্যাকারক সমুচ্চয়ার্থবোধক ও ইত্যাদি পদ। স্নানে যাও মাছও আনিও অর্থাৎ যদি মৎস্য পাও তবে আনিও ন পাও না আনিও এতাদৃশ অম্বাচয়ার্থবোধক ও ইত্যাদি পদ । সেই এই এবম্বিধ অৰধারণার্থবোধক ইপ্রভৃতি শবদ । আঃ এ কি এতাদৃশ আশ্চর্ষার্থৰোধক আইত্যাদি পদ। অকৰ্ত্তব্যের সৰ্ব্বথা ন করারূপ অর্থের দোতক বর-২ বরঞ্চ ইত্যাদি পদ ও কিন্তু যখন তখন এখন যেমন তেমন এমন যদি যদ্যপি যদিস্যাৎ, এব°২ এমনি কেও কোথাও কতকগুলি কতকগুলাক যত তত অত বিনা নানা পৃথকৃ ন ন সম্প্রতি ইদানী অবশ্য কিম্ব কিবা অথবা অথচ অর্থাৎ প্রমুখাৎ কি প্রথমতঃ অন্ততঃ বস্তুতঃ ফলতঃ বশতঃ ক্রমশঃ যৎকিঞ্চিৎ কিঞ্চিৎ কিছু করিয়া করিতে থ^ত তথা সৰ্ব্বথা সৰ্ব্বদা কদাচিৎ তুষ্কী" ভূয়ো ভূয়ে মুহুর্মুহু বারম্বার পুনঃপুনঃ আৰার এবার ঔৰরি যুগপৎ আগে অগ্রে পশ্চাৎ পাছে সেথা এথা ওথা কোথা ইত্যাদি নানাপ্রকার অব্যয় পদ। এৰণ শীঘ্ৰ যাও ভাল পাক করে। ইত্যাদি স্থলে শীঘ্ৰাদি ক্রিয়াৰিশেষণ পদ। এব• যথাশক্তি যথাসম্ভব ইত্যাদি অব্যয়ীভাব পদ এৰণ নীল উৎপল উত্তম জাতিইত্যাদি স্থলে নীলাদিভেদক বিশেষণ পদ ৷ তক্ষক লোহিত শম্ভু পাগুর অগ্নি উষ্ণুইত্যাদি বাক্যে লোহিতাদি স্বরুপসহ বি