পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ চন্ত্ৰিক । ৩১ কেরদের অপপৃষ্ট হস্তিপূষ্ঠভাগ প্রায় সচ্চিদানন্দমাত্র স্বরুপ পরমেশ্বর এই নিষ্কর্ষ করেন। - দশম ন্যায়ের বিবরণ । দশ জন একত্র হইয়া কোন দেশে যাইতেছিল পথিমধ্যে এক নদী ছিল তাহ পার হইয়া পরপারে বসিয়া সকলে কহিল আমরা দশ জন পার হইয়াছি কিম্ব দশ জনের মধ্যে কেহ পায় হয় নাই ইহা জানা ভাল। এই পর1. মর্শেতে প্রথমতঃ এক জন অন্য নয় লোককে গণিয়া আপনাকে ন গণিয়া কহিল যে ওরে ভাইরা নয় জন যে হয় আর এক জন কমনে গেল। ইহা শুনিয়া অন্য জন কহিল এমন হবে ন৷ থাক আমি গণিয়া দেখি এরূপ কহিয়া সেও স্বভিন্ন নয় লোককে স°২থা করিয়া সশস্ক হঠয়া কহিল যে বটেত নয় জনই যে হয় দশম কি হইল। এইরূপে দশ জন একে আত্মবিস্মরণে বাহ্যমাত্রাভিনিবিষ্টচিত্ততাতে কেবল ব:হ্যগণনা করিয়া দশম নাই এই নিশ্চয় করিল। অনন্তর সকলেই হাত তুলিয়। উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল ওহে দশম কোথা আছ শীঘ্ন আইস আমরা সকলেই তোমাকে না পাইয়া বড়ই ব্যাকুল হইতেছি তোমাকে পাইলেই সুখী হই অতএব যেথা থাক শীঘু আইল। এইরুপ পুনঃ আহ্বান করিয়া কিছুই উত্তর না পাহয় পুনরায় সকলে যুক্তি করিয়া এই নিষ্কৰ্ষ করিল যে বুঝি আমারদের সঙ্গে পরিহাস করিয়া এই বনে লুকাইয়ু আছে। চল লকলে বনের মধ্যে গিয়া তত্ত্ব করি শালা বড় দুষ্ট যদি পাই তাহার বাপের বিয়া দেখাহৰ আমারদিগের বড় দুঃখ দিতেছে ভাল বুঝিব। ইহা কহিয়া সকলেই কণ্টকিত নানা জাতীয় লতা ৰেষ্টিত নিবিড় বিপিনমধ্যে প্রবিষ্ট হইল। পরে সেই অরণ্যে গাছের আড়ে কুঞ্জমধ্যে পৰ্ব্বতে উপত্যকাতে অধিতাকাতে কন্দরে গুহাতে সৰ্ব্বত্র অন্বেষণ করিয়া কোথাও কিছু তত্ত্ব না পাইয়া পুনৰ্ব্বার সকলেই ঐ নদীতীরে আসিয়া মন্ত্রণা করিল যে বুঝি নদী পার হইতে ডুবিয়া মরেছে আইল দেখি খুজি (ইহ মনে করিয়া নদীর মাঝে খুজিয়া কোথাও কিছু টের না পাইয় পাক কাদা শেওলা মাথা গায়ে নদীয় পাড়ে বলিয়া আৰ্ত্তম্বরে রোদন ও গদগদ কণ্ঠে কাকূক্তি বিলাপ করিয়া কেহ বা বুক চাপড়ায় কেউ বা মাথ৷ কুঁড়ে কেহ বা ধূলাতে গড়াগড়ি পাড়ে কেহ বা আছা খাটয় পড়ে) ইতিমধ্যে আত্মদর্শী নামে এক জন