পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о পুৰোধ চন্দ্রিক । o জন এক দিন উক্তরিল। পরে গৃহিৰ্যক্তি ঐ দুই জনকে তোমর কোথায় কি নিমিত্তে যাও এ সপ২ৰtঙ্গ প্রশ্ন করিয়া সকল সমাচার অৱগত হুইয়। ৰিপ্লকে বহুসম্মানেতে ভোজন শয়নাদি করাইল মুচীকে যাদৃচ্ছিকরুপে আহার নিন্ত্র করাইল এইরূপে দোহেতে তথা রাত্ৰিতে ৰাস করিয়া প্রত্যুষে প্রন্থনি করিল। পরে ঐ দুই জন বঙ্গদেশে আসিয়া পূৰ্ব্বৰিচারিত সামগ্রী সকল কিনিয়া তরিতে ভরাই করিয়া অন্য কোন দেশে বেচিতে চলিল। তরণীতে জলপথে আসিতেং পথঘটিত যাওয়ার কালে যে গৃহস্থের ৰtটতে উত্তরিয়াছিল সেই গৃহস্থেরদের গ্রামে নদীর ঘাটে নৌকা লাগাইল । অনন্তর ঐ ব্রাহ্মণ চৰ্ম্মকারকে কহিলেন দাড়ী মাঝিরা সকলে ঘাটে থাকুক চল আমরা দুই জন সেই গৃহস্থের ঘরে গিয়া উৎরাই । এই কহিয়। দুই জন তথাতে আলিয়া উপস্থিত হইল পরে সেই গৃহী তাহারদিগের সকল বৃত্তান্ত অবগত হইয়। ঐ চৰ্ম্মকারকে বহু মান পুরঃসর ভোজনাদি অগ্রে করাইলেন পশ্চাৎ ব্রাহ্মণকে অবজ্ঞা করিয়া খাওয়াইলেন । ইহাতে ঐ ব্রাহ্মণ সন্দিগ্ধ হইয় গৃহিকে জিজ্ঞাসিলেন হে গৃহি তুমি ধাৰ্মিক বিদ্যাবান হষ্টয়া এ বিপরীতাচরণ কেন করিল। বিশিষ্ট লোকের এমত রীত্তি নয় । ইহা শ্রবণ করিয়া গৃহস্থ কহিল তুমি যাওয়ার সময়ে আমার মন্দিরে যখন আলিয়াছিলে তখন তোমার অভিপ্রায় এই ছিল যে যথেষ্ট ফসল ফলুক ধান্যাদি শস্যসকল সম্ভ হউক তৰেই আমি অল্পমূল্যে বিস্তুর ধান্যাদি পাইব এইরূপে সৰ্ব্বলোকের কুশল ৰাসন তোমার মানস ছিল। এইক্ষণে তোমার এই আশয় হইয়াছে যে ধান্যাদি শস্যসকল দুর্মুল্য হউক দেশে অতিবৃষ্টি অনাবৃষ্টি ও শলভ অর্থাৎ পদপলি মূষিক প্তকাদি পক্ষি ৰাহুল্য ও পরস্পর রাজৰিগ্ৰহ এই ছয় ঈতির মধ্যে অন্যতম ছউৰু তৰেই আমার অল্পধান্যাদি বিক্রয়ে যথেষ্ট লাভ হইৰে ৷ এইমতে সৰ্ব্ব প্রাণির অনিষ্ট তোমার ইষ্ট হইয়াছে এই দুই কারণে আমি পূৰ্ব্বে তোমার সৎকার করিয়াছিলাম ইদানী জীনদের করিলাম । আর এ চৰ্ম্মকারের যাওনকালে অভিলাষ এই ছিল যে কত্বে বাতাসে ৰসন্তাদি রোগে অনেক গে। মহিষাণি মরুক অনেক চর্ম হউক ও মূল্য অল্প হউক এইমতে প্রাণিরদের অশুভাকালক্ষ ছিল স~প্রতি