পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९ প্রৰোধ চন্দ্রিক1। ভাঙ্গিয়া দুই তিন সের স্কৃত লইতে চাহে তবে তাহাকে দেয় না বলে যে এ হৈয়ঙ্গবীন অত্যুত্তম স্কৃত দেবতারদের হোমের উপযুক্ত আমি এ ঘড়াহং তে তোমাকে কিছু দিতে পারি ন৷ যদি তোমার দেব ব্রাহ্মণার্থে নেওয়ার আবশ্যক থাকে তৰে বর" অনুমানে এ ঘড়াতে যতো ঘৃত হয় তাহার এক আদিসের নৃন করিয়া ঘড়াসমেত দিতে পারি কিন্তু ঘড়াহইতে ভঙ্গিয় কিঞ্চি সৰ্ব্বদ দিতে পারি না । কেননা যদি কিছু দেহ তৰে বিশিষ্ট লোকের এঘূত লইবেন না কহিৰেন এ স্কৃতের অগ্রভাগ তুষ্ট থাঃ চিহ্ন কিম্ব অন্য কাহাকেও দিয়াছিল অবশিষ্ট ভাগ দেবতার দিগকে দেয় হয় না তৰে লইয়। কি করিব । বিশ্ববঞ্চকের এই বাক্য শ্রবণ করিয়া ক্রেতার কেহ কহে আমার অল্প ধূতের প্রয়োজন দুই এক সের আজ্য যদি দিতে তবে ল তাম অধিক হবির কার্য নাই। এই রূপ কহিয়া কেহ ফিরিয়া যায় কেহ বা উপযুক্ত মূল্য দিয়া ভাণ্ডসমেত সকল ঘূত কদাচঃ ল য়া যায় এই রূপে সৰ্ব্ব জনকে বিড়ম্বন৷ . করিয়৷ বেড়ায় । দৈবাৎ এক দিন ঐ বিশ্বৰঞ্চকের নায় আর এক জন বিশ্বভণ্ড নামে এক কুপতে পাক কাদা পূরিয়, তদুপরি কতক গুড় দিয়া ঐ কুপ মাথায় করিয়া ইতস্তুতঃ ভুমণ করিতেং শ্রান্ত হইয়া বিশ্রামার্থে এক বৃক্ষের ছায়াতে বসিয়া আছে । ইতিমধ্যে তাদৃশ সৰ্পঃকুম্ভ মস্তকে কারয় ভু-ণ করত ক্লান্ত হইয়। ঐ তরুমূলে উপস্থিত হইল। পরে বিশ্বভণ্ডের স হত সম্ভাষ করিয়। তাহাতে বিশ্বস্ত হইয়া তাহার নিকটে ঘৃতঘট গচ্ছিত করিয়া আপনি স্নানার্থে পুষ্করিণীতে গমন করিল। অনন্তর ঐ বিশ্বভগু মনে বিচার করিল গুড়ের কুপা মাথায় করিয়া কতে বেড়াব উপস্থিত ত্যাগ করিয়া অনুপস্থিত কল্পনা করা উপযুক্ত নয় এ বেটা সeোৰরে অবগাহন করিয়া আসিতেই আমি আপন গুড়ের কুপ ছাড়িয়া উহার মৃত সমপূর্ণ কুম্ভ লইয়া শীঘ্ৰ পলায়ন করি। ইহা মনে করিয়া ঐ বিশ্বভণ্ড শর্করাভাও গাছের তলায় ফেলা হয় বিশ্বৰঞ্চকের তক্রণ সপিঃ পাত্ৰ লইয়া মনে ২ তাহাকে ফাকি দিয়া অতিৰেগে প্রস্থান করিল। তদনন্তর ঐ বিশ্বৰঞ্চক সরোবরে স্নান করিয়া তরুতলে আ|লিয়া স্বকীয় ঘৃতকুম্ভ না দেখিয় তাহার শর্করাঙ্কুম্ভ অৰলোকন @