পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ა) 8 , প্রবোধ চন্দ্রিন । কথা শুনিয়া বিশ্ববঞ্চক কহিল ওরে বাছা ঠক তৈল লবণ কোথাহইতে গোছেগাছে কিছু আন । ইহা শুনিয় ঠকনামে তৎপুত্র কোন পড়লীর এক ছালিয়াকে আয় আমার সঙ্গে তোকে মোয় দিব এইরূপে ভুলাষ্টয়া সঙ্গে লইয়া বাজারে গিয়৷ এক মুদির দোকানে ঐ বালককে বন্ধক রাথিয় তৈল লবণ লইয়। ঘরে আইল । তৎপিতা জিজ্ঞাসিল কিরূপে তৈল লৰণ আনিলি ঠক কহিল এক ছোড়াকে ভুলাইয়া বন্ধক দিয়া মুদি শালাকে কিয় আনিলাম ইছ শুনিয়া তৎপিতা কছিল ই মোর বাছ। এইতে বটে না হবে কেন আমার পুত্র ভাল অন্ন করিয়৷ থাইতে পরিবে । এইরূপে পুত্রের ধন্যবাদ করিয়৷ ভাৰ্য্যাকে কহিল ওলে। মাগি যা যা শীঘু পিঠা করিগা ক্ষুধাতে বাচি না। অনন্তর তৎপত্নী পিষ্টক করিতে আরম্ভমাত্র করিয়া ভৰ্ত্তার নিকটে আসিয়া এক পাশে মুখে কাপড় দিয়া চুপ করিয়া দাড়াইল ও কহিল আমারতো পিঠা করা হইল না তুমি গিয়কর। তৎপতি কহিল এ আবার কি তুই কেন করিবি না পরে গতিক্রিয়া কহিল স্ত্রীলোকের সকল কথা কি পুরুষের সাক্ষাৎ যায়। বিশ্ববঞ্চক কহিল যা অধঃ পাতে য৷ ঠোর কি এইক্ষণে কাপড়ে হওয়ার সম্প\যোগ ছিল সকল ফেলিয়া দে নিয়া । ইহা কহিয়৷ কিঞ্চিৎকাল থাকিয়া কহিল না থাইলেতো নয় যাই আমিই করি গিয়া । এইরূপ কহিয়া আপনি পিষ্টক পাক করিয়া স্থালেতে পরিবেশন করিয়া কুপাহইতে গুড় ঢালিতে প্রথম থানিক গুড় পড়িয়৷ তদু পরি এককালে কতকগুল পঙ্ক কর্দম পড়িল । ইহ দেখিয়৷ গতিক্রিয় কহিল খাও এখন পিঠা খাও যেমন মতি তেমনি গতি । অনন্তর তৎপতি গালে হাত দিয়া অধোমুখ হইয়৷ কিঞ্চিৎকাল থাকিয় কহিল যা যা তুষ্ট আর পোড়াশূনে যার যেমন কপাল তার তেমনি লকলি মিলে কিন্তু যা হউক ৰেটা ভাল ৰটে অামি বিশ্বৰঞ্চক আমাকেও বঞ্চন করিল বাপের ৰেট ৰটে এ ব্যক্তি যেখানে থাকুক সেখানে গিয় তাহাকে খুজিয় তাহার সঙ্গে বন্ধুয়ালি করিতে হইল। ইহ কহিয়৷ যথ। কথঞ্চিত্রুপে কিঞ্চিভোজন করিয়৷ তদন্বেষণে চলিল। পরে কিছু দিনের পর এক দিবস ঐ বিশ্বভণ্ডকে দেখিতে পাইয়া দূরহইতে ডাকিতে লাগিল ওহে বন্ধু থাকং