পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ চন্দ্রিক । や >) বড় ভাল হইল আমার শাপে বর হইল। এইরূপে ঐ উট লম্বমান আস্য পাইয়1 বসিয়াং পাত্রে সমিতি নায় ভোজননন্দে কিছু দিন থাকে। ইতিমধ্যে দৈবাৎ এক দিৱস অতি বড় শিলাবৃষ্টি হইতে লাগিল ভাহাতে ঐ উটু করকাভিঘাতে অত্যন্ত কাতর হইয়। অন্যত্র বক্ত সম্বরণ করতে ন পারিয়া পৰ্ব্বতগঙ্কুরমধ্যে আস্য প্রবেশ করাংল। সেই গুহাতে এক অজগর সর্প ছিল তাহার চলৎ শক্তি নাই কখন অ’হার প।স্ততে পারে না কেবল পবনমাত্র ভোজনে কালযাপন করে । সেই দিন ঐ উষ্ট্রের বদন পাইয় অতিশয় হৰ্ষিত হইয়া হে ঈশ্বর ভূমি ধন। এ স্থানেও আমার আহার আনিয়া দিলা অজগরের দাতারাম এই বাক্য সত্য বটে এইরূপে ঈশ্বরের ধন্যবাদ করিয়া পরমানন্দে উষ্ট্রের ঐ মুখ ভোজন করিল। অ'ৰগীত শিষ্টাচার প্রসিদ্ধ যে তাঁহাই করিবে লোকপ্রসিদ্ধাতিক্রম করিয়া কিছু কfরবে না হার কথা । ধৰ্ম্মারণ্যে এক ব্রাহ্মণ থাকেন তিনি হৰিষাশী মৎসমাপ২সাদি আমিষদুব। কদাচ ভক্ষণ করেন না । ঐ ব্রাহ্মণ এক দিবস বিবেচনা করিলেন যেমন অপবিত্র দুৰ্য স°-সপৃষ্ট পূত সামগ্রী অর্থাদ্য হয় তেমনি আমিষ্য মীনস^সপৃষ্ট যে সলিল সেও পেয় হইতে পারে না । অতএব আজি অবধি আমি নদী,নদ দ্রদ পুষ্করিণী পল্ললপ্রভূতি জলাশয়ের জল আর পান করিব না । তাহ করিলে নিরামিষ ভোজন ব্রতভঙ্গ প্রসঙ্গ হইবে তবে এতৎপৰ্য্যন্ত যে হইয়াছে সে অজ্ঞানতঃ এইরূপ মনে করিয়৷ তদবধি নদ্যাদিপয়ঃ পান পরিত্যাগ করিলেন । অন্তঃসলিলবাহিনী নদীর নারি পান করিতে লাগিলেন দৈবাৎ এক দিবস সে জলেতেও এক ক্ষুদ্র সফর মৎস্যকে বীক্ষণ করিয়া তজ্জলপান বর্জন করিয়া কৃপোদক পান করিতে লাগিলেন। কদাচিৎ একদা তদন্তুতেও এক ক্ষুদ্র প্রোন্তী দেখিতে পাইয় সে জল খাওয়া ছাড়িয়া নারিকেলোদক থাঃ তে তারম্ভ করিলেন । অনন্তর সে জলের ভিতরেও কৃমিকটি দর্শন করিয়া তৎপান পরিত্যাগ করিয়া অতিপিপাসাতে স্তম্বুকণ্ঠ হইয়। বর্ষোদক প্রত্যাশাতে উৰ্দ্ধে মুথব্যাদান কfরয় আছেন এতদবসরে এক বায়ুস পক্ষী তৰক্তমধ্যে শৌচ করিয়া দিল। পরে ঐ ব্রাহ্মণ একেতে তৃষ্ণাতে স্তম্বুকণ্ঠ ছিলেন দ্বিতীয়তঃ ৰক্তান্তর্গত বায়ন