পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰোধ চন্ত্ৰিক । ግ እ অতিমলিন অতএব পরিধেয় বসনাভাবে প্রতিবালিরদিগের মাৰাসে গিয়া কিঞ্চি অভাবহার্ষ্য সামগ্রী যে আহরণ করি তাছাও পারি না । গৃহে অন্য কোন যোত্র নাই উপয়াচঙ্কের। জনপদে যাচুঞা করিয়াও ভিক্ষা পায় না আপনকার অষাচক বৃত্তি যদি দৈবাৎ প্রার্থনাবিরহে কদাচিৎ কিছু পাওয় যায় তাহাও নিত":গ্নিহোত্র২ে:মর্থ হৰিতে উপক্ষী৭ হয় অতিশয় নিরুপায় হইল কোন উপায় করা উচিত হয় । ব্রাহ্মণীর এই বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণ কছিলেন হে ব্রাহ্মণি ধৈর্য্য কর অধীর হইও ন কাদাচিৎক সুখদুঃখ মানাপমানদি দ্বন্দ্ব সহিষ্ণু হও । আগমাপায়ি সুখদুঃখপ্রাপ্তিতে হৰ্ষৰিষদ শনা হও । সুখদুঃখাদি দ্বন্দ্ব পদার্থেতে যে মনোনুধাবন সেই হর্ষবিমাদের উদ্দীপক হয় । অতএব সে সকলেতে অত্যন্ত মনোভিনিবেশ করিও না । যিনি ময়ুৰ্বদিগকে চিত্রিত হ^সদিগকে ধৰল স্তক পঙ্কিদিগকে হরিত করেন এব^ তোমার বালকদিগকে নির্মাণ করিয়াছেন তিনি বিশ্বস্তুর সকলের ভরণ কৰ্ত্ত। ভাবনা কি জীবেরদের জীবনকাল পরমেশ্বরেচ্ছ। নিয়মিত তাহার অন্যথা সৰ্ব্বথ হয় না। অাহায়োপি মনুষাণা-২ জন্মন সহ জায়তে। আয়ুমর্মাণি রক্ষতি । ক চিন্তা মরণেরণে। ইত্যাদি শাস্ত্রও আছে হে প্রিয়ে এতদ্বিষয়ক কথা শ্ৰৰণ কর । এক ভিল্ল জাতীয় পরিণতগর্ত স্ত্রী কণ্ঠহরণার্থ নিবিড় ক1নন মধ্যে গিয়াছিল এক ভয়ঙ্কর বর্বর ব্যাঘু ঘোরতর গৰ্জ্জন করিয়া অভিমুখাগত হঠাৎ দেখিতে পাইয় গুরুগম্ভীৰ্বতরেতে পলায়নাসমর্থ হইয়৷ ভূমিতে ঐ গ্রী পড়িল আহাতে তদুদর হইতে বালক ভূমিষ্ঠ হইল শাৰ্দ্দল সদ্যঃপ্রসূত। ঐ ব্লকে স্বকর্ষণ করিয়া খাইয় গেল ৰালক একাকী ভূতলে পড়িয় ক্ৰন্দন করিতে লাগিল। অনন্তর পরমকারুশিক পরমেশ্বরানুকল্পাতে যে ৰিটপিমুলে পোত পতিত ছিল সেই বৃক্ষের এক শাখাতে মধুমক্ষিকার আসিয়া তৎক্ষণে মধুর চাক করিল সেই মধুচক্রহইতে বালকবদনে মধু ৰিদুখ পড়িতে লাগিল এতস্কপে লে বালক মধুপানেতে প্রাণধারণ করিয়া বাচিল । অার এক কথা কহি শুন । চিরঞ্জীৰ নামে এক ৰাক্তি অর্ণৰ যানারোহণ করিয়া সমুদ্রে যাত্ৰ করিয়াছিল সাগরে প্রচণ্ডতর