পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত জগৎ কেলিব আবরিয়া, এ অনস্ত আকাশ সাগরে দশ দিক রহিব ঘেরিয়া । পড়িবে তপন তায়, চন্দ্রমা জড়ায়ে যাৰে, পড়িবেক কোটি কোটি তারা পৃথ্বী কোথা হয়ে যাবে হারা । আয় ভাই সব যাই ভুলি, সকলে করিবে কোলাকুলি । সে কিরে আনন্দ মহোৎসব, জগতেরে ফেলিব ঘেরিয়া, অামাদের মরণের মাঝে চরাচর বেড়াবে ঘুরিয়া । জয় হোক জয় হে কৈ মরণের জয় হোক আমাদের অনন্ত মরণ, মরণের হবে না মরণ | এ ধরায় মোরা সবে শতাব্দীর ক্ষুদ্র শিশু লইলাম তোমার শরণ, এসো তুমি এসো কাছে, স্নেহ কোলে লও তুমি পিয়াও তোমার মাতৃস্তন, আমাদের করো হে পালন । বাড়িৰ তোমার স্নেহে, নব বল পাব দেহে, ভাকিব হে জননী বলিয়া,