পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত বসিয়া ছায়াতে তারি ভুলিয়া শৈশবখেলা, জাহ্নবী প্রবাহ পানে চেয়ে আছি সারাবেলা । ছায়া কাপে আলো কাপে ঝুরু ঝুরু বহে যায়— ঝর ঝর মর মর পাতা ঝরে পড়ে যায়। সাধ যেত যাই ভেসে কত রাজ্য কত দেশে, দুলায়ে দুলায়ে ঢেউ নিয়ে যাবে কত দূর— কত ছোটো ছোটো গ্রাম নূতন নূতন নাম, অভ্ৰভেদী শুভ্র সৌধ কত নব রাজপুর । কত গাছ, কত ছায়া, জটিল বটের মূল— তীরে বালুকার পরে, ছেলেমেয়ে খেলা করে, সন্ধ্যায় ভাসায় দীপ, প্রভাতে ভাসায় ফুল । ভাসিতে ভাসিতে শুধু দেখিতে দেখিতে যাব কত দেশ, কত মুখ, কত কী দেখিতে পাব । কোথা বালকের হাসি, কোথা রাখালের বঁাশি, সহসা স্বদুর হতে অচেনা পাখির গান। কোথাও বা দাড় বেয়ে মাঝি গেল গান গেয়ে, কোথাও বা তীরে ব’সে পথিক ধরিল তান । শুনিতে শুনিতে যাই আকাশেতে তুলে আঁধি, আকাশেতে ভাসে মেঘ—আকাশেতে ওড়ে পাখি ।