পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত যে দিকেই চেয়ে দেখি সেই দিকে ভালবাসা ভাসিতেছে নয়নের কাছে । মা আমার, আজ আমি কতশত দিন পরে ষখনি রে দাড়াহু সম্মুখে, অমনি চুমিলি মুখ, কিছু নাই অভিমান, অমনি লইলি তুলে বুকে । ছাড়িব না তোর কোল, রবো হেথা আবিরাম, তোর কাছে শিখিব রে স্নেহ, সবারে বাসিব ভাল ; কেহ না নিরাশ হবে মোরে ভাল বাসিবে যে কেহ । প্রতিধ্বনি অয়ি প্রতিধ্বনি, বুঝি আমি তোরে ভালবাসি, বুঝি আর কারেও বাসি না । আমারে করিলি তুই আকুল ব্যাকুল, তোর লাগি কাদে মোর বীণা ৷ -তোর মুখে পাখিদের শুনিয়া সংগীত, নিঝরের শুনিয়া ঝঝর, গভীর রহস্যময় অরণ্যের গান, বালকের মধুমাখা স্বর, ভোর মুখে জগতের সংগীত শুনিয়া, ভোরে আমি ভাল বাসিয়াছি ; 朗登