পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8○ প্রভাত সংগীত তবু কেন তোরে আমি দেখিতে না পাই,. বিশ্বময় তোরে খুজিয়াছি। যখনি পাখিটি গেয়ে ওঠে, অমনি শুনিরে তোর গান, চমকিয়া চারিদিকে চাই, কোথা—কোথা—কাদেরে পরান । , তখনি খুজিতে যাই কাননে কাননে, ভ্ৰমি অামি গুহায় গুহায়, ছুটি আমি শিখরে শিখরে, হেরি অামি হেথায় হোথায় । যখনি ডাকিরে তোরে কাতর হইয়া, দূর হতে দিস তুই সাড়া, অমনি সে দূর পানে যাই আমি ছুটে, কিছু নাই মহাশূন্য ছাড়া । অয়ি প্রতিধ্বনি, কোথা তোর ঘুমের কুটার । কোথা তোর স্বপনের পাড়া । চির কাল—চির কাল—তুই কিরে চিরকাল সেই দূরে র’বি, আধো স্বরে গাবি শুধু গীতের আভাস, তুই চির-করি। • দেখাতুই দিবি না কি । না হয় না দিলি, . একটি কি পুরাবি না আশ,