পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& • প্রভাত সংগীত আমি ভাবিতেছি বসে গানগুলি তোরে না জানি কেমনে খুঁজে পায়। না জানি কোথায় খুজে পায়। না জানি কী গুহার মাঝারে অক্ষুট মেঘের উপবনে, স্মৃতি ও আশায় বিজড়িত আলোক ছায়ার সিংহাসনে, ছায়াময়ী মূতিখানি আপনে আপনি মিশি আপনি বিস্মিত আপনায়, কার পানে শূন্ত পানে চায়। সায়াহ্নে প্রশাস্ত রবি স্বর্ণময় মেঘ মাঝে পশ্চিমের সমুদ্রসীমায়, প্রভাতের জন্মভূমি শৈশব পুরবপানে, যেমন আকুল নেত্রে চায়, পুরবের শূন্যপটে প্রভাতের স্মৃতিগুলি এখনো দেখিতে যেন পায়, তেমনি সে ছায়াময়ী কোথা যেন চেয়ে আছে কোথা হতে আসিতেছে গান, এলানো কুন্তল-জালে সন্ধ্যার তাররূণগুলি গান শুনে মুদিছে নয়ান । বিচিত্র সৌন্দর্য জগতের হেথা আসি হইতেছে লয় । সংগীত, সৌরভ, শোভা, জগতে যা কিছু আছে, সবি হেথা প্রতিধ্বনিময় ।