এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রভাত সংগীত নিস্তরঙ্গ রহিয়াছে অনন্ত আনন্দ পারাবার, কুল নাহি, দিগ্বিদিক নাহি । পুলকে পূর্ণিত র্তার প্রাণ, সহসা আনন্দ-সিন্ধু হৃদয়ে উঠিল উথলিয়া, আদিদেব খুলিলা নয়ান ; জনশূন্য জ্যোতিঃশূন্য অন্ধতম অন্ধকার মাঝে উচ্ছসি উঠিল বেদ গান। চারিমুখে বহিরিল বাণী চারিদিকে করিল প্রয়াণ । সীমাহারা মহা অন্ধকারে, সীমাশূন্য বোম-পারাবারে, প্রাণপূর্ণ ঝটিকার মতে, ভাবপূর্ণ ব্যাকুলত সম আশপূর্ণ অতৃপ্তির প্রায়, সঞ্চরিতে লাগিল সে ভাষা । लून-मूत्र-षडि लूनि चांश्च কিছুতেই অস্ত নাহি পায়, যুগ যুগ যুগ-যুগান্তর, ভ্ৰমিতেছে আজিও সে বাণী, আজিও সে অস্ত নাহি পায় । ভাবের আনন্দে ভোর, গীতি-কবি চারিমুখে করিতে লাগিলা বেদ গান ।