পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত বলাবলি করে, আর ফিরিয়া ফিরিয়া চায়, “প্রণয়ী মোদের ওই দেখলে চলিয়া যায়।” সে অরণ্যে বনস্পতি মহান বিশাল-কায়া, হেথায় জাগিছে আলো, হোথায় ঘুমায় ছায়া । কোথাও বা বৃদ্ধবট— মাথায় নিবিড় জট ; ত্ৰিবলী-অঙ্কিত দেহ প্রকাণ্ড তমাল শাল ; কোথা বা ঋষির মতো অশথের গাছ যত দাড়ায়ে রয়েছে মৌন ছড়ায়ে আঁধার ডাল । মহর্ষি গুরুরে হেরি অমনি ভকতিভরে সসন্ত্রমে শিষ্যগণ যেমন প্রণাম করে, তেমনি কবিরে দেখি গাছেরা দাড়াল কুয়ে, লতা-শুশ্রুময় মাথা ঝুলিয়া পড়িল ভুয়ে । একদৃষ্টে চেয়ে দেখি প্রশাস্ত সে মুখচ্ছবি, চুপি চুপি কহে তারা “ওই সেই । ওই কবি ।” Victor Hugo. "بة والا