এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রভাত সংগীত সুখের আবাসে সেই কাটাব জীবন, দুজনে উঠিব মোরা, দুজনে বসিব, নীল আকাশের নিচে ভ্ৰমিব দুজনে, বেড়াইব মাঠে মাঠে উঠিব পর্বতে স্বনীল আকাশ যেথা পড়েছে নামিয়া । অথবা দাড়াব মোরা সমুদ্রের তটে, উপলমণ্ডিত সেই স্নিগ্ধ উপকূল তরঙ্গের চুম্বনেতে উচ্ছাসে মাতিয়া থর থর কাপে আর জল জল জলে । যত সুখ আছে সেথা আমাদের হবে, আমরা দুজনে সেথা হব দুজনের, অবশেষে বিজন সে দ্বীপের মাঝারে ভালবাসা, বেঁচে থাকা, এক হয়ে যাবে । মধ্যাহ্নে যাইব মোরা পর্বতগুহায়, সে প্রাচীন শৈল গুহা স্নেহের আদরে অবসান রজনীর মৃদু জোছনারে রেখেছে পাষাণ কোলে ঘুম পাড়াইয়া । প্রচ্ছন্ন আঁধারে সেথ ঘুম আসি ধীরে হয়তো হরিবে তোর নয়নের আভা । সে ঘুম অলস প্রেমে শিশিরের মতে, সে ঘুম নিভায়ে রাখে চুম্বন-অনল আবার নূতন করি জালাবার তরে । অথবা বিরলে সেথা কথা কব মোরা ; কহিতে কহিতে কথা,হৃদয়ের ভাব ዓ›