পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত মায়ের বুক জড়ায়ে শিশু কাদিতে গিয়ে হাসে । অবাক হয়ে তাহাই দেখি নিমেষ ভুলে গিয়ে, দুইটি ফোটা বাহিরে জল, দুইটি আঁখি দিয়ে। যায়রে সাধ জগৎ-পানে কেবলি চেয়ে রই অবাক হয়ে, আপনা ভুলে, কথাটি নাহি কই । صاستہ آہستمبلی sے بتاتے بہت احمت সাধ অরুণময়ী তরুণী উষা জাগায়ে দিল গান ; পুরব মেঘে কনক-মুখী বারেক শুধু মারিল উকি অমনি যেন জগৎ ছেয়ে বিকশি উঠে প্রাণ । কাহার হাসি বহিয়া এনে করিলি স্বধা দান । ফুলেরা সব চাহিয়া আছে ఇవి