পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত আকাশ-পানে, মগন-মন', মুখেতে মৃদু বিমল হাসি নয়নে দুটি শিশির কণা। আকাশ পারে কে যেন বসে, তাহারে যেন দেখিতে পায়, বাতাসে দুলে বাহুটি তুলে মায়ের কোলে ঝাপিতে যায় । কী যেন দেখে, কী যেন শোনে, কে যেন ডাকে, কে যেন গায়, ফুলের স্থখ, ফুলের হাসি দেখিবি তোরা আয় রে আয় । আ-মরি মরি অমনি যদি ফুলের মতে চাহিতে পারি। বিমল প্রাণে বিমল সুখে, বিমল প্রাতে বিমল মুখে, ফুলের মতো অম্নি যদি বিমল হাসি হাসিতে পারি। দুলিছে, মরি, হরষ-স্রোতে, অসীম স্নেহে আকাশ হতে কে যেন তারে খেতেছে চুমে কোলেতে তারি পড়িছে লুটে । কে যেন তারি নামটি ধ’রে ডাকিছে তারে সোহাগ ক’রে