পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত সমাপন আজ আমি কথা কহিব না । আর আমি গান গাহিব না । হেরো আজি ভোর-বেলা এসেছে রে মেলা লোক, আছে চারিদিকে ختند চেয়ে আছে অনিমিথে, হেরে মোর হাসি-মুখ ভুলে গেছে দুখ শোক । আজ আমি গান গাহিব না । সকাতরে গান গেয়ে পথপানে চেয়ে চেয়ে, এদের ডেকেছি দিবানিশি, ভেবেছিক্স মিছে আশা, বোঝে ন আমার ভাষা, বিলাপ মিলায় দিশি দিশি । কাছে এরা আসিত না, কোলে ব’সে হাসিত না, ধরিতে চকিতে হোত লীন, মরমে বাজিত ব্যথা, সাধিলে না কহে কথা, সাধিতে শিখিনি এত দিন । Ն(՝