পাতা:প্রশ্নোত্তর কৌমুদী.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6 ). প্রশ্ন, বহু আয়াসলব্ধ ক্ষণে নাশ এমত কি? উত্তর, প্রত্যুপকার ও যশ আদিবাঞ্ছায় দান। ' প্র. প্রাঞ্জের শোভাকর কি ? উ, সত্যুবাক্য ওযাজন। প্র. পুরুষত্রে বোধক কি ? উ. বল ও ক্ষমতা সত্বে ক্ষমাকরণ । প্র. উপকার কাছার নাম ? উ, অসৎ কে অসৎ হইতে রক্ষাকরণ । প্ল. কোন ব্যক্তির সকল নষ্ট হয় ? উ.'যাহার ধনক্ষতি হয় তাহার অনেক যায়, ও যাহার বন্ধু হানিহয় তাহার আয়ো অধিক যায়, কিন্তু যাহার সাহস যায় তাহার সকল যায় । , প্র. আজ্ঞা মান কাহার ? উ. শাস্ত্র, পিতা "মাতা গুরু পণ্ডিত ও রাজার কিন্তু অসদাজ্ঞা ভিন্ন ৷ ‘ · প্র, ধন্মের নিমিত্তে ধনীকা^ক্ষা কি ভাল? উ. কদম লেপন করিয়া হস্ত ধৌত করণ,পেক্ষা পঙ্কম্পৰ্শ ন কুরাই ভাল। প্র. ক্রোধের আসনকেথায়? উ অজ্ঞানের হৃদয়ে ।