পাতা:প্রশ্নোত্তর কৌমুদী.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুষ্ঠান । অস্মদেশ নিবাসি অশেষ .গুণরাশি জনপদহিতৈষি বিদ্বানের এতদ্বেশীয় ভদ্র সন্তান দিগের नीउिख्र्यौन ० সভ্যতা সল্পাদনার্থ গৌড়ীয় সাধুভাষায় বিবিধ পুস্তক প্রণয়ন করিয়াছেন যদুর বালকেরা দেশীয় সাধুভাষায় ব্যুৎপন্নচিত্ত হইয়া ভদ্র সমাজে সভ্য দিগেরন্যায় বাক্য বিন্যাসে সক্ষম হইতেচ্ছ, কিন্তু যাহার। আমাদিগের মুনি বা কবি স্বাক্য জলনিতে অভিলাষ করে তাহার দিগকে অবশ্য সংস্কৃত শ্লোক পাঠ করিতে হয় ও সংস্কৃত পাঠে যোগ্যতা সাধন নিমিত্ত আগে ব্যাকরণ জ্ঞান আবশ্যক . হয় এইৰূপে কেবল সাধুভাষানুশীলুনে সচেষ্ট দিগের সংস্কৃত দশন দুঃসাধ্য হয় সুতরাং সংস্কৃত শ্লোকের • কোন উপূদেশ প্রাপ্ত হইতে পারেন . এই হেতু আমরা মধু মক্ষিকার ন্যায় পণ্ডিত প্রণীত নানা প্রকার শ্লোকের ভাবার্থ সংকলন করিয়া বালক দিগের আশু বোধগম্য ও অভ্যাস সুগমের নিমিত্তে প্রশ্নোত্তর প্রবন্ধে প্রশ্নোত্তর কৌমুদী নামক এইক্ষুদ্র-পুস্তক প্রস্তুত করিলাম বোধকরি ইহাতে ব্লালকের অল্পায়।সেই নানা প্রকার শস্ত্রিীয় উপদেশ প্রাপ্তহইবে ও পরল্পর বাক্য প্রসঙ্গে প্রশ্ন করিতে বা কোন প্রশ্নের উত্তরদিতে অনীয়াসে যোগ্য হইরে । - অত্র যজ্ঞস্থলিত৭ সান্মে প্রমাদেন ভুমেণব । ২যাচেহণ প্রাঞ্জলির্ভ ত্বা সন্তঃসংশোধস্তুস্ততৎ ॥ যদিহয় দোষ জ্ঞান • করিয়া করুণাদান শোধন করিবে শুদ্ধবুদ্ধি । বিনয় বচন বৃথা , কৃশানু নাকরে কোথা , সুপ্রশ্নের বিবর্ণ বিস্তুদ্ধি ৷ -