পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 প্রসূতি-তন্ত্র। এতদ্ভিন্ন,—ঝড়, বৃষ্টি, রৌদ্র, বিদ্ব্যতালোক, বৃক্ষ, লতা, শূন্তগুহ, গৃহচ্ছায়া প্রভৃতি এবং নিম্নোচ্চ স্থান হইতে সন্তানকে রক্ষা করিবে । তদ্ভিন্ন অপবিত্র স্থানে, উন্মুক্ত আকাশের তলে, বর্ষায় অনাবৃতদেহে, ধূলিসমাকীর্ণ স্থানে, ধূমাচ্ছন্নগৃহে ও জলসিক্ত ভূমিতে বালককে রাখিবে না । ৮ ধাত্রীনির্বাচন । ষদি জাত সন্তানের মাতৃবিয়োগ ঘটে অথবা প্রস্থতি রোগপীড়িত হয় কিংবা অন্য কোন কারণে যদি জননী সন্তান পরিপালনে অসমর্থ হয়, তাহাহইলে সন্মানকে লালন পালন করিবার জন্য ধাত্রীনিয়োগ কর! একান্ত অবস্থাক । ধাত্রীনিয়োগ করিতে হক্টলে, আপনার সজাতীয় কোন মধ্যবয়স্ক: রোগশূন্য ও সদাচারিণী রমণীকে নিযুক্ত করিবে। তাঙ্গর আকৃতি অতি দীর্ঘ বা খৰ্ব্ব কিংবা স্কুল বা কৃশ হইবে না, স্বভাব ধীর হইবে, সন্তানের প্রতি সবিশেষ স্নেহ থাকিলে, স্তনে প্রচুর দুগ্ধ থাকিবে ও সে ছন্ধে যেন কোন প্রকার দোষ না থাকে এবং তাহার সন্তান জীবিত আছে। পূৰ্ব্বোক্ত গুণান্বিত ধামীর স্তন্ত পানে, সপ্তানের আরোগ্য ও বলবৃদ্ধি হইয়া থাকে। ১ ৮ । 'বাতাতপবিদ্যুৎপ্রভাপাদপলতাশূন্থাগারনিম্নস্থানগৃহচ্ছায়াদিভে বলিং রক্ষেৎ " “নাশুচে বিহুজেম্বালং নাকাশে বিষমে ন চ । নোত্মমারতবর্ষে রজোধুমোদকেষুচ ॥” স্বশ্ৰুতসংহিত । ১ । “ততে যথাবর্ণ ধাত্রীমুপেয়ান্মধ্যমপ্রমাণাং মধ্যবয়সমরোগাং শীলবর্তীমচপলামলে। লুপামকৃশামস্থলাং প্রসন্নক্ষীরামব্যসলিনীং জীবদ্বৎসাং দোষ্ট্রং বৎসলামমুদ্রকশ্বির্ণীং কুলে জাতামতোভূমিঠৈশ্চ গুণৈরম্বিতাং আরোগ্যবলবৃদ্ধয়ে বালস্য।” - চরকসংহিত ।