একবিংশ অধ্যায় প্রসূতি-পরিচর্য্য। প্রসবের পর ফুল বাহির হইয়া গেলে, প্রস্থতির গর্ভাশয় বস্তিপ্রয়োগ দ্বারা ধৌত করিয়া দিবে ও তলপেটে স্কৃত ও তৈল বেশ করিয়া মালিশ করিয়; দিয়া একখানি লস্ত্র ভাল করিয়া জড়াইয়া বাধিয়া দিবে। যেন গর্ভাশয়ে অবকাশ (ফাক) না থাকে। যেহেতু গর্ভাশয়ে অবকাশ থাকিলে বায়ুদ্বারা গর্ভাশয়ের নানাপ্রকার বিকৃতি ঘটিতে পারে। ১ অনন্তর প্রস্থতির ক্ষুধার উদ্রেক হইলে, পিপুল,পিপুলমুল, চৈ,চিতা ও পানিফলপত্র, এই সকলের চুর্ণ মিশ্রিত রত পান করিতে দিবে এবং ঘৃত জীর্ণ হইলে পর, পূৰ্ব্বোক্ত পিপুল প্রভৃতি মোট দুই তোলা পরিমাণে লইয়া দুইসের জলে সিদ্ধ করিবে এবং একসের অবশিষ্ট থাকিতে নামাষ্টয়া ছাকিয়া, ঐ জলের দ্বারা পথ্য প্রস্তুত করিয়া ঘৃতসহ দুইবেলা পাইতে দিবে। য়ুত পান ও পথ্য ভোজনের পূৰ্ব্বে প্রস্থতির শরীর গরম জলের দ্বারা পরিষিক্ত করিয়া দেওয়া আবশ্যক ॥২ ১ । “সপিন্তৈলাভ্যামভাজ্য বেষ্টয়েদুদরং মহন্ত বাসস৷ তথা তস্যা ন বায়ুরুদরে বিকৃতি মৎপাদয়াতানবকাশাত ।” ২। স্থতিকান্তু থলু বুভুক্ষিতাং বিদিত্ব পিপৃপলীপিপলীমুলচবাচিত্ৰকশ্বল্পবেরচুর্ণসহিতং মেহং পায়য়েৎ। স্ত্রীর্ণে তু স্নেহে পিপপল্যাদিভিরেবসিন্ধং যবাগুং স্বস্নিগ্ধাংমাত্রশঃপায়য়েং। উভয়কালঞ্চোঞ্চদোকেন পরিচেয়েৎ প্রাকৃ স্নেহযবাগুপীনাভাম্।” চরকসহিত।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।