পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায়। প্রসুতি রোগাধিকার মৃত বা মূঢ়গর্ভার চিকিৎসা । মৃতগর্ভ বা মৃচগর্ভ প্রস্থতির দোষ নিঃসরণ ও বেদনাশাস্তির জন্য,—পিপুল, পিপুলমূল, শুঠ, এলাচ, হিং, বামুনহাট, বচ, আতইচ, রাম ও চৈ,এই সকল দ্রব্যের চুর্ণ সমান ভাগে লষ্টয়া স্বতের সহিত উপযুক্ত মাত্রায় সেবন করিতে দিবে অথবা ঐ সকল দ্রব্যের কাথ, কন্ধ বা চুর্ণ, বিনা ঘৃত সংযোগেই সেবন করিতে দিবে। তৎপরে প্রস্থতিকে সেগুনবৃক্ষের ছাল, হিং, আতইচ, আকনাদি, কটুকী ও চৈ,এই সকল দ্রব্যের চুর্ণ সমভাগে লইয়৷ পূৰ্ব্ববৎসেৰন করাইবে। তদনন্তর প্রস্তুতিকে ত্রিরাত্র,পঞ্চরাত্র বা সপ্তরাত্র পর্য্যন্ত স্থত পান করাষ্টয়া রাত্রিতে সংস্কারবিশিষ্ট আসব বা মৃতসঞ্জীবনী প্রভৃতি অরিষ্ট পান করিতে দিবে এবং প্রস্থতির স্নান ও আচমন প্রভৃতির জন্য অৰ্জ্জুনছাল ও শিরীষছাল জলে সিদ্ধ করিয়া, সেই জল ব্যবহার করিতে দিবে। এতদ্ব্যতীত অন্তান্ত উপদ্রব উপস্থিত হইলে, দোষানুসারে তাহার চিকিৎসা করিবে । অতঃপর প্রস্তুতির শরীর উত্তমরূপে সংশোধিত হইলে । অল্পমাত্রায় স্বতসংযুক্ত পথ্য দিলে এবং বায়ুনাশক ঔষধ সহযোগে দশ দিবস হুঙ্ক ও দশ দিলস মাংসগ্রস পান করিতে দিবে। রোগিণীর ক্রোধত্যাগ করা এবং প্রত্যহ স্বেদ ও অভ্যঙ্গ (তেলমাপ ) ব্যবহার করা কর্তব্য । এইরূপ