পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। حسبحانه كانت تعتيم স্তন্য-বিজ্ঞান । ক্রোধ ও শোক প্রভৃতি মানসিক বিকার হেতু এবং সস্তানের প্রতি স্নেহের অভাব বশতঃ প্রস্থতির স্তনদুগ্ধ স্বল্প হইয়া থাকে। অতএব স্তনদুগ্ধ বৃদ্ধির জন্ত, তাহার চিত্তের প্রসন্নতা এবং যব, গোধুম, শালি ও ষষ্টিক প্রভূতির অন্ন ও মাংসরসাদি আহার প্রদান করা কৰ্ত্তব্য ॥১ বিশুদ্ধ স্তন্য । স্তনদুগ্ধ যদি শীতল, নিৰ্ম্মল, পাতলা ও শাখের মত শাদা হয়, জলে দিলে মিলাইয়া যায় অর্থাৎ ফেনার মত কিংবা স্থতার মত না হয়, ভাসিয়া বা ডুবিয়া না যায়, তাহ হইলে তাদৃশ স্তনছুক্ষকে বিশুদ্ধ বলিয়া জানিবে। বিশুদ্ধ স্তনদুগ্ধ পানে সস্তানের আরোগ্য, শরীরের পুষ্টি ও বলবৃদ্ধি হইয়া থাকে | ২ নিষিদ্ধস্তন্য । প্রস্থতি ক্ষুধিত, শোকপীড়িত, পরিশ্রান্ত বা গর্ভিণী হইলে অথবা জরগ্রস্ত হইলে কিংবা তাহার বায়ু,পিত্ত ও কফ প্রকুপিত হইলে সন্তানকে ১ । “ক্রোধশোকাবাৎসল্যাদিভিশ্চ স্ক্রিয়াঃ স্তন্যনাশো ভবতি । অখাস্ত ক্ষীরজননার্থঃ সৌমনস্তমুৎপাদ্য যবগোধূমশালিযষ্টিকমাংসরস * * * প্ৰস্তৃতীনি বিদধ্যাৎ ।” ২ । “তচেচ্ছীতলমমলং তনু শঙ্খাবভাসমপস্ক স্বাস্তমেকীভাবং গচ্ছতাফেনিলমতন্তুমল্পোৎল্পবতে ন সীদতি বা তছুদ্ধমিতি বিদ্যাৎ । তেন কুমারস্ত আরোগ্যং শরীরোপচয়েtবলবৃদ্ধিশ্চ ভবতি ।" চরকসংহিতা । q