পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্তন-বিদ্রধি । ১০৩ স্তনের মাংস ও রক্ত দুৰিত হইয়া থাকে ; সেজন্য স্তনদেশে বিদ্রধি ( ইষ্ট ফোড়া ) জন্মে। ১ বাতজবিত্ৰধি,—কৃষ্ণ বা অরুণ বর্ণ হইয়া থাকে। তাহার আকৃতি, কখন ক্ষুদ্র বা বৃহৎ। অত্যন্ত যন্ত্রণা হয় এবং বহুবিলম্বে উহার বৃদ্ধি বা পাক হইয়া থাকে। পাকিলে তরল পূ্য নির্গত হয়। ২ পিত্তজবিদ্রধি,—দেখিতে পাকা ডুমুরের মত অথবা কৃষ্ণ পীতবর্ণ। অল্পকাল মধ্যেই বাড়িয়া উঠে ও পাকিয়া যায় এবং সেই সঙ্গে জর ও অত্যন্ত যন্ত্রণা দেখা মায়। পাকিলে পীতবর্ণ পূৰ্য নির্গত হয়। ৩ কক্ষজবিদ্রধি,—“শরার মত অনেকটা স্থান জুড়িয়া প্রকাশ পায় এবং পাণ্ডুবর্ণ, শীতল, চিকণ ও অল্প বেদনাযুক্ত হয়। ইহারও বৃদ্ধি এবং পাক দীর্ঘকাল ধরিয়া হয়। পাকিলে শ্বেতবর্ণ পূৰ্য নির্গত হয়। ৪ রক্তজবিদ,প্রি৯—কৃষ্ণ অথবা কৃষ্ণপীত বর্ণ স্ফোটক সকলের দ্বারা আবৃত। ইহাতে অত্যন্ত জ্বালা যন্ত্রণা ও জর দেখা যায়। তদ্ভিন্ন পিত্তজ বিদ্রধির লক্ষণ সকল প্রকাশ পায় । ৫ ১ । “সক্ষীরে বাপ্যদুগ্ধেী বা প্রাপ্য দোষ; স্তনেী স্ক্রিয়াঃ । রক্তং মাংসঞ্চ সন্ধ্য স্তনরোগায় কল্পতে।" সুশ্ৰুতসংহিত৷ ২ । “কৃষ্ণোহুরুণে বা বিষমে ভূশমত্যর্থবেদনঃ। চিরোখীনপ্রপাকশচ বিদ্রধির্থতিসম্ভবঃ ।" ৩। “পক্কোছুম্বরসঙ্কাশঃ শ্যাবো বা জরদাহবান। ক্ষিপ্রোথানপ্রপাকশচ্চ বিত্ৰধিঃ পিত্তসম্ভবঃ ॥" ৪। শরাবসদৃশ পাওীত ম্বিন্ধোইমবেদন । চিরোখানপ্রপাকশচ বিদ্রধিঃ কফসঃবঃ । তমুপীতাশ্চৈবামাস্রাবাঃ ক্রমশো মতাঃ ॥" ৫ । “কৃষ্ণস্ফোটাবৃতঃ স্তাবস্তীৰদাহরজাজ্বরঃ । পিত্তৰিত্ৰখিলিঙ্গন্তু রক্তবিজধিরুচ্যতে ।”