পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রদর-চিকিৎসা । ') eసా প্রদর-চিকিৎসা । বাতজ প্রদরে,—দধি ৬ তোলা, সৌবৰ্ব্বল লবণ w• আনা এবং কৃষ্ণজীর,যষ্টিমধু ও নীলোৎপল, ইহাদের প্রত্যেকচুর্ণ।• আনা, মধু ॥• আন একত্র মিশ্রিত করিয়া পান করিতে দিবে। ১ পিত্তজ প্রদরে,—বাসক ছালের রস ও গুলঞ্চের রস চিনি ও মধুসহ সেবন করিতে দিবে। ২ পাও, প্রদরে-রোহিতকমূল বা আমলকীর বীজ পেষণ করিয়া চিনি ও মধুসহ সেবন করিতে দিবে অথবা দুই তোলা ধাইফুল কিংবা আমলকী পেষণ করিয়া মধুসহ থাইতে দিবে অথবা কাকজঙ্ঘার মূল বা কার্পসমূল চাউল ধোয় জলের সহিত পেষণ করিয়া পান করিতে দিবে। ৩ অশোকছাল দুইতোলা,আখসের জলে সিদ্ধ করিয়া আধপোয়া থাকিতে নামাইয়া ঐ কাথে দুগ্ধ মিশ্রিত করিয়া পান করিতে দিবে। ইহা দ্বারা তীব্র রক্তপ্রদর উপশমিত হয়। ৪ দার-হরিদ্র, রসাঞ্জন, বাসকছাল, মুতী, চিরতা, বেলগুঠ, ভেলা ও ১। দয়া সোঁবর্চলাজাজীমধুকং নীলমুৎপলম্। পিবেৎ ক্ষেত্রযুতং নারী বাতাস্বদরপীড়িত। ২ । “বাসকম্বরসং পৈত্তে গুড় রসমেব ব৷" রোহীতকালকঙ্কং পাওরেইহুগারে পিবেৎ ।" ן לא জলেনামলকান্ধীজকঙ্কং বা সসিতামধু ॥ ধাতক্যাশ্চাক্ষমাত্রং বা আমলক্যামধুত্রবম্। কাকজানুকমূলং বা মূলং বা কাপাসমেব বা ॥ পাও প্রদর-শাভ্যর্থ পিবেভঙুলবারিণী"। • । অশোকবষ্কলঙ্কাখনৃতং দুগ্ধ স্বশীতলম, যথাবলং পিৰেৎ প্রতিস্তীব্রাস্বদগরনাশনম ।