পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

``e প্রসূতি-তন্ত্র। কুমুদফুল,—এই সকলের কাথ পান করিলে অতি প্রবল যন্ত্রণা বিশিষ্ট পীত, শ্বেত, অরুণ ও লোহিত বর্ণের স্রাব-যুক্ত প্রদর প্রশমিত হয়।৫ রসায়ন ও চাপানটের মূল পেষণ করিয়া মধু ও চাউলধোয় জলের সহিত পান করিলে সান্নিপাতিক প্রদর দূরীভূত হয়। ৬ কুশের মূল ॥• আনা, চাউলধোয়া জলের সহিত পেষণ করিয়া তিন দিন পান করিলে রক্তপ্রদর নষ্ট হয় । ৭ কাঠডুমুরের রস মধু দিয়া পান করিয়া চিনিসহ দুগ্ধান্ন পথ্য করিলে রক্তপ্রদর প্রশমিত হয় । ৮ বেড়েলার মূল ॥• আনা পেষণ করিয়া মধু ও ছন্ধের সহিত পান করিলে রক্তপ্রদর ভাল হয় । ৯ কুশমূল।• আনা ও শ্বেত বেড়েলার মূল • আনা, চাউল-ধোয় জলের সহিত পান করিলে রক্তপ্রদর নষ্ট হয়। ১০ এতদ্ভিন্ন রক্তপিত্তের ন্যায় রক্তপ্রদরের ও চিকিৎসা করিবে । বিশেতঃ কুটজাষ্টকের দ্বারা রক্তপ্রদরে সবিশেষ ফল পাওয়া যায়। ১১ ৪ । “দাবীরসাঞ্জনৰ্বষাদকিরাতবিহুভল্লাতকৈরবকুতো মথুন কষায়: । পাতে৷ জয়ত্যহতিবলং প্রদরং সলুলম পীতাসিতারণবিলোহিতনীলণ্ডকুম "। ৬। "রসায়নতণ্ডলীয়ন্ত মূলং ক্ষেত্রান্বিতং তণ্ডলতোপীতম। অম্বন্দরং সৰ্ব্বভবং নিহস্তি * || ৭ । "কুশমূলঃ সমুদ্ধত্য পেয়েত্তও লাখুন। এহৎ পীত্ব ত্র্যহল্লারী প্রদরাৎ পরিমুচ্যতে ॥” ৮ । “ক্ষেত্রেযুতং ফলরসং কাষ্ঠোড়ম্বরজং পিবেৎ। অস্বদগরবিনাশায় সশর্করপয়োছন্নভুক্‌ ৷” ৯। “প্রদরং হস্তি বালায় মূলং দুগ্ধেন মধুযুতপীতম।” ১• । "কুশবাটালকমূলং তণ্ডলসলিলেন রক্তাখ্যম." 5यताडिः ১১। "রক্তপিত্তবিধানেন প্রদরাংশ্চাপু্যপাচরেৎ। অস্বগরে বিশেষণ কুটজাষ্টকমচয়েৎ ।