প্রদর চিকিৎসা। 339 প্রদরান্তক লৌহ । লৌহভন্ম, তাম্ৰভষ্ম, শোধিত হরিতাল, বঙ্গভন্ম, অভ্রভম্ম, কড়িভন্ম, শুঠ, পিপুল, মরিচ, আমলা, হরীতকী, বহেড়া, চিতামূল, বিড়ঙ্গ, পঞ্চলবণ, চৈ, পিপুল, শঙ্খভন্ম, বচ, হবুব, কুড়, শট, আকনাদি, দেবদারু, এলাচ ও বৃদ্ধদারকবীজ, প্রত্যেক দ্রব্য সমান পরিমাণে লইয়া জলে মাড়িয়া ৩ রতি বটিকা করিবে। অনুপান,—স্কৃত, মধু ও চিনি। ইহা সেবনে রক্ত, শ্বেত, নীল ও পীতবর্ণ স্ৰাবযুক্ত দুঃসাধ্য প্রদর , কুক্ষিশূল, যোনিশূল, মন্দাগ্নি, অরুচি ও কাস প্রভৃতি আরোগ্য হয়। ইহা পুষ্টিকর ও বল বর্ণ প্রসাধক ॥১ জাতীকোষলবঙ্গঙ্ক কক্কোলং মৃদ্ধীকাপি চ। চাতুৰ্জাতকখঞ্জুরং কমেকং পৃথক পৃথক। প্রক্ষিপ্য মৰ্দ্দয়িত্ব চ স্নিগ্ধতাণ্ডে নিধাপয়েৎ । সৰ্ব্বোপত্ৰৰসংযুক্তং প্রদরং সৰ্ব্বসম্ভবম । দ্বন্দ্বজং চিরজঞ্চৈব রক্তং পিত্তং বিনাশয়েৎ । কাসম্বাসায়পিত্তঞ্চ ক্ষয়রোগমথাপি বা ॥ সৰ্ব্বরোগপ্রশমনে বলবর্ণাগ্নিবৰ্দ্ধনঃ। পুষ্করাখ্যে লেহবরে সৰ্ব্বত্ৰৈৰোপযুজ্যতে।" ১ । "লৌহং তাম্রং হরীতালং বঙ্গমত্ৰং বরাটিকা। ত্রিকটু ত্রিফল চিত্রং বিড়ঙ্গং পটুপঞ্চকম্ ॥ চবিকা পিপ্পলী শখং বচা হবুব-পালকম। শট পাঠা দেবদারু এলাচ বৃদ্ধদারকস্ ॥ এতানি সমভাগান সঞ্চ বটিকাং কুর। শর্করামধুসংযুক্তাং স্বতেন ভক্ষয়েৎ পুনঃ ॥ রক্তং শ্বেতং তথা পীতং নীলং প্রদরছুস্তরম.। কুক্ষিশূলংকটাপুলং ৰোনিশূলঞ্চ সৰ্ব্বগম, মন্দাগ্নিমরুচিং পাণ্ডুং কৃচ্ছ খাসঞ্চ কাসমৃৎ। আয়ু:পুষ্টিকরং বল্যং বলবৰ্ণপ্রসাধনম ।” রয়েন্ত্রসারসংগ্রহঃ।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।