পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোনিব্যাপণ্ড । ১২১ উপগ্নতা গর্ভাবস্থায় শ্লেষ্ম-বৃদ্ধিকর আহার ব্যবহার করিলে অথবা শ্বাস বা বমির বেগধারণ করিলে, কুপিত বায়ু কফকে যোনিদেশে জানিয়া যোনিকে দূষিত করে। সেজন্ত শ্বেত বা পা ধুবৰ্ণ বেদনাযুক্ত স্রাব অথবা কেবল কফ নির্গত হয় এবং নানাবিধ কফজন্ত উপসর্গ সকল দেখা যায় । ইহার নাম উপপ্লুত | > 0 পরিপ্লতা। পিত্তপ্রকৃতি রমণী, সহবাসকালে হাচি বা উদগারের বেগরোধ করিলে, কুপিত বায়ু পিত্তের সহিত মিলিত হইয়া যোনি রোগ উৎপন্ন করিয়া থাকে। তাহাতে যোনিদেশ শোথযুক্ত, স্পশাসহ ও বেদন বিশিষ্ট হয় এবং নীলবর্ণ স্রাব হয় ; নিতম্ব, বঙ্কণ, পৃষ্ঠদেশে বেদন ও জর হয়। ইহার নাম পরিপ্লুতা। ১১ - উদাৰ্বত্তা। যদি মলমূত্রাদির বেগধারণ হেতু, বায়ু কুপিত হইয়া যোনিদেশকে অভ্যস্তরভাগে আকর্ষণ করে,তাহা হইলে সেজন্য যোনিদেশে অত্যন্ত বেদনা হয় ও অত্যন্ত কষ্টে রজো নির্গত হয়। কিন্তু রজঃস্রাব হুইয়া গেলে রোগিণী সুস্থ হয় ; রজঃস্রাব না হওয়া পৰ্য্যস্ত অত্যন্ত যন্ত্রণা হয় । ইহাতে আৰ্ত্তব উদ্ধগত হয় বলিয়া ইহাকে উদাৰ্বত্তা বলে । ১২ ১• । “গর্ভিণ্যা: শ্লেষ্মলাভ্যাসাচ্ছদিশ্বাসবিনিগ্রহাং । বায়ুঃ কুদ্ধঃ কক্ষ যোনিমুপনীয় প্রদুয়েৎ ॥ পাণ্ডুংসতোমাত্রাবং শ্বেতং অবতি ব৷ কফম্। কফবাতামরাব্যাপ্তাসা তা যোনিরূপঃ তা।” ১১। “পিত্তলায়া সবাসে ক্ষবধূগারধারণাৎ। পিত্তসংযুচ্ছিতো বায়ুর্যোনিং দুষয়তি খ্রিয়াঃ । শুন স্পর্শক্ষম৷ সাৰ্ত্তিনীলপীতমস্থক প্রবেৎ। শ্বোণীৰঙক্ষণপৃষ্ঠার্বিজরার্তারা পরিয়তা " চরকসংহিতা। ১২। “বেগোদাবৰ্ত্তনাদযোনিমুদ্রাবৰ্ত্তয়তেহনিলঃ। স ব্লগার্ট রজঃ কৃচ্ছে ধোবৃত্তাং বিমুঞ্চতি ।