9९२ প্রসূতি-তন্ত্র । কর্ণিনী। গর্তাবস্থায় অকারণ মলমূত্ৰাদি প্রবৃত্তির জন্য বেগ দিলে অথবা প্রসব সময়ে অকাল-প্রবাহণ করিলে কুপিত বায়ু গর্ভ দ্বারা আবৃত হইয়া কফ ও রক্তসহ মিলিত হয় এবং যোনিমধ্যে একপ্রকার মাংসগ্রন্থি উৎপাদন করে। সেজন্য রক্তনিঃসারণ পথ রুদ্ধ হইয়া থাকে। ইহাকে কণিনী বলে। ১৩ পুত্রত্নী। যদি গর্ভিণীর রূক্ষ আহার বিহার দ্বারা বায়ু কুপিত হইয়া দুষিত আৰ্ত্তব হইতে সমুৎপন্ন গর্ভকে পুনঃ পুনঃ নষ্ট করে। তাহ হইলে তাহাকে পুত্রস্ত্রী বলে। ১৪ অন্তমুখী। অতিরিক্ত ভোজন করিয়া অসমভাবে সহবাস করিলে, বায়ু কুপিত হইয়া যোনি-স্রোতকে অবলম্বন করিয়া থাকে এবং তজন্ত যোনিমুখকে বক্র করিয়া তত্ৰত্য অস্থি ও মাংসে বিবিধ বেদনার স্বষ্টি করিয়া থাকে। সেজন্য রমণী সহবাসে সমর্থ হয় না । ইহার নাম অন্তমুখী। ১৫ সূচীমুখী। গর্ভাবস্থায় মাতার অনুচিত আহার বিহারের দ্বার আৰ্ত্তবে সা বিমুক্তে তু তৎক্ষণং লভতে স্বথম্। রজসে গমনাদুৰ্দ্ধং জেয়োদাবৰ্ত্তিনী বুধৈঃ ॥” ১৩ । "অকালে বাহমানায়| গর্ভেণ পিহিতোইনিল । কণিকাং জনয়েন্যোনেী শ্লেষ্মরক্তেন মুচ্ছিতঃ ॥ রক্তমাৰ্গাবরোধিন্য স তয় কণিনী মতা ।” ১s ; “রেীক্ষ্যাম্বায়ুৰ্যদা গর্ভং জাতং জাতং বিনাশয়েৎ । দুঃশোনিতজং নার্য্যা: পুত্রস্ত্রী নাম সা স্মৃত ॥” ১৫ । “বাবায়মতিতৃপ্তারা ভজস্তাস্বত্র পীড়িত । বায়ুমির্থ্যাস্থিতাঙ্গায় বোনিস্রোতলি সংস্থিতঃ ॥ বক্রয়তাননং যোন্যাঃ সীস্থিমাংসানিলাৰ্ত্তিভিঃ। ভূশাস্তিমৈথুনাশক্ত যোনিরস্তমুখী মতা " চরকসংহিতা।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।