পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোনিব্যাপচ্চিকিৎসা । ՋՀԳ করলামূল পেষণ করিয়া লেপন করিলে অন্তঃপ্রবিষ্ঠ যোনি বহির্গত হয় এবং ইন্দুরের বসা মৰ্দ্দন করিলে বহির্গত ধোনি পুনঃ প্রবিষ্ট হয়। ১৬ লোধ ও তিতলাউ পেষণ করিয়া লেপন করিলে অথবা বেতমূলের কাথ দ্বারা ধৌত করিলে যোনি দৃঢ় হয়। ১৭ আম, জাম, কদবেল, গোড়ালেবু ও বেল, এই সকল রক্ষের পাতা যষ্টিমধু ও মালতীফুলের কন্ধ এবং ঘৃত রৌদ্রে বা অগ্নিতে পাক করিবে । ইহা ব্যবহার করিলে যোনির দুর্গন্ধ নষ্ট হয়। ১৮ তিতলাউবীজ, দন্তীমূল, পিপুল, গুড়, মদনফল, স্বরাবীজ ও মাষ্টমধু, মনসার দুগ্ধে পেষণ করিয়া বৰ্ত্তিকা করিবে। এই বৰ্ত্তি ব্যবহার করিলে, রজ:প্রবৃত্তি হইয়া থাকে | ১৯ জবাফুল কাজির সহিত বাটিয়া অথবা লতা ফটুকীর পাতা ভাজিয়৷ কিংবা দুৰ্ব্ব ও তণ্ডলের পিষ্টক করিয়া ভক্ষণ করিলে, রজঃপ্রবৃত্তি হইয়৷ থাকে ॥ ২০ ১৬। “সুষরীমুললেপাচ্চ প্রবিষ্টাস্তবহির্ভবেৎ। যোনিমুৰ্যরসাভ্যঙ্গান্নিঃস্থত প্রবিশেদপি ॥” ১৭। “লোগ্ৰতুষ্ট্ৰীফললেপো যোনিদাৰ্চ্যং করোতি চ। বেতসমূলনিকাধক্ষালনেন তথৈব চ।" ১৮। “পঞ্চপল্লবযষ্ট্যাহ্ব-মালতীকুমমৈ বুতম্। রবিপঙ্কমন্যথা বা যোলিগন্ধবিশোধনম্।” ১৯। ইক্ষাকুৰীজাতীচগলাগুড়মনকিটালৈঃ। সন্মুকীরৈৰ্ত্তির্বেনিগত কুত্বমসয়ননী।" ২• । সকাঞ্জিকং জৰীপুষ্পং ভূষ্টং জ্যোতিষ্মতীদলম্। দুৰ্ব্বারাঃ পিষ্টকং প্রাপ্ত বনিতাস্বাৰ্ত্তবং লভেৎ ” চক্রদত্তঃ ।