১২৮ প্রসূতি-তন্ত্র। ঋতুস্নানান্তে অশ্বগন্ধার কাধের সহিত দুগ্ধ পাক করিয়া স্কৃতসহ পান করিলে নিশ্চয়ই গর্ভ হয়। ২১ পিপুল, শুঠ, মরিচ ও নাগকেশরের চুর্ণ, স্বতের সহিত পান করিলে বন্ধ্যারও পুত্ৰলাভ হয়। ২২ ফলকল্যাণ স্থত । مه জীবদ্ধংসী গাভীর দুগ্ধজাত স্থত v৪সের। শতমূলীর রস ১৬ সের। দুগ্ধ ১৬ সের। কক্ষার্থ—মখ্রিষ্ঠ, কুড়, যষ্টিমধু’, ক্ষীরকাকোলী, অশ্বগন্ধামূল, বন্যমানী, হরিদ্র, দারু হরিদ্র, হিঙ্গু, কটকী, রক্তোৎপল, কুমুদ, দ্রাক্ষা, কাকোলী,ক্ষীরকাকোলী,শ্বেতচন্দন, রক্তচন্দন, লক্ষ্মণামূল, প্রত্যেকে ২ তোলা। বন ঘুটের আগুনে যথাবিধি পাক করিবে। এই ঘৃত পান করিলে পুরুষের বলবীৰ্য্যাদি বৰ্দ্ধিত হয় এবং স্ত্রীগণের যোনিদোষ ও গর্ভদোষাদি দূরীভূত হইয়া আয়ুঃশালী, বলবান ও রূপবান পুত্র জন্মগ্রহণ করে। ১ ২১। “কাখেন হয়গন্ধায়াঃ সাধিতং সন্ধুতং পয়ঃ। ঋতুস্নাত বালা পীত্ব ধত্তে গর্তং ন সংশয়ঃ ” ২২। “পিপ্পল্যঃ শৃঙ্গবেরঞ্চ মরিচং কেশরং তথা । স্থতেন সহ পাতব্যং বন্ধ্যাপি লভতে স্বতম্৷” চক্রদত্তঃ । ১ । মঞ্জিষ্ঠ মধুকং কুষ্ঠং ত্রিফলা শর্কর বলা । মেদ পরস্তা কাকোলী মূলঞ্চৈবাধগন্ধজম্। অঙ্গমো হরিত্রে সে হিজুকং কটুরোহিণী। উৎপলং কুমুদং দ্রাক্ষা কাকোলী চন্দনম্বয়ম্ ॥ এতেষাং কাৰ্ষিকৈ ভাগৈত্বতপ্রন্থং বিপাচয়েৎ । শতাবরীরসক্ষীরং স্বতাদেরং চতুগুপম ।
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।