y Cbo প্রসূতি-ভস্ত্র। দন্তীহরীতকী । দন্তীমূল ২৪ পল, চিতামূল ২৪ পল, জল ৬৪ সের। পাকের সময়, ২৫ টা ভাল বড় হরীতকী, এক খণ্ড বস্ত্রে আলগা করিয়া বাধিয়া সিদ্ধ করিতে দিবে এবং আটসের জল অবশিষ্ট থাকিতে নামাইয়া ৰাথ ছাকিয়া লইবে । পরে, সেই কাথে ২৫পল পুরাতন গুড় গুলিয়া পাক করিবে এবং ঐ পাকের সময়, পূৰ্ব্বোক্ত হরীতকী গুলি ৪পল স্কৃতে ভাজিয় তাহাতে নিঃক্ষেপ করিবে। পাক প্রায় শেষ হইয়া আসিলে, তাহাতে তেউড়ীমূলচূর্ণ ৪ পল, পিপুলচুর্ণ ৪ তোলা ও শুঠচুর্ণ ৪ তোলা, প্রক্ষেপ দিয়া লেহবৎ করিয়া নামাইবে। শীতল হইলে, তাহাতে মধু ৪ পল ও দারুচিনি, তেজ পত্র,এলাচ ও নাগেশ্বর,ইহাদের প্রত্যেকচুৰ্ণ ২ তোলা পরিমাণে মিশাইবে। প্রত্যহ একটা করিয়া হরীতকী লোহসহ ভক্ষণ করিলে, মুখে বিরেচন হইবে এবং ইহা দ্বারা,—ম্ভব, শোখ, অর্ণ,পাণ্ড, অরুচি, হৃদ্রোগ,গ্ৰহণীদোষ, কামল ও বিষমজর প্রভৃতি বিবিধ রোগের শান্তি হয়। ১ ১ । “জলষ্ট্রোণে বিপক্তব্য বিংশতিঃ পঞ্চ চাভয়াঃ । দন্ত্যঃ পলানি তাবস্তি চিত্রকস্য তথৈব চ।। অষ্টভাগাবশেষন্ত রসং পুতমধিক্ষিপেৎ । দষ্ঠীসমং গুড়ং পুতং ক্ষিপেৎ তত্রাভয়াশ্চ তাঃ। তৈলাৰ্দ্ধকুড়বঞ্চৈব ত্রিবৃতীয়াশ্চতুঃপলম্। চূর্ণিতঞ্চাপিলিকং পিপ্পলী বিশ্বভেষজম্। তং সাধ্যং লেহবচ্ছীতে তমিংস্তৈলসমং মধু । দদ্যাচ্চ,পিলঞ্চৈৱং ত্বগেলাপত্রকেশরাৎ ॥ ততো লেহপলং লীড়া জঞ্জা চৈকাং হরীতকীম্। সুখং ৰিরিচ্যতে মিন্ধে দোষপ্রন্থমনাময়ম্ ॥ গুল্মং স্বরধূমর্শাসি পাওরোগমরোচকম। হৃত্রোগং গ্রহণীদোষং কামলাং বিষমঙ্করম্।।” চরকসংহিত৷
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।