পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনত্রিংশ অধ্যায় শিশুচিকিৎসা । যে সকল বালক কেবল স্তনদুগ্ধ পান করিয়া জীবন ধারণ করে,তাহাদের যে সকল রোগ জন্মে, তাহার প্রধান কারণ জননীর দুগ্ধ । শিশু বাতদুষ্ট স্তনদুগ্ধ পান করিলে বাতরোগাক্রান্ত, ক্ষীণস্বর ও কৃশাঙ্গ এবং তাহার মল মুত্রাদির সঙ্কোচ হইয়া থাকে। পিত্তস্থঃ স্তন্য পান করিলে ঘৰ্ম্ম, মলভেদ, তৃষ্ণ, গাত্রসন্তাপ, কামলা ও অন্যান্য পিত্তরোগ জন্মে। কক্ষদুষ্ট স্তন্য পান করিলে লালাম্রাব, শ্নৈয়িক পীড়া সমূহ, নিদ্রা, জড়ত, ভূধতোলা এবং বালকের মুখ ও চক্ষুঃ স্ফীত হয়। দ্বিদোষ দুষ্ট দুগ্ধ পানে দুই দোষের এবং ত্রিদোয-দুষ্ট দুগ্ধ পানে সমুদয় দোষের লক্ষণ প্রকাশ পায় ॥১ বালকের নাভি-পাকে,—হরিদ্র, দারু হরিদ্র, লোধ, প্রিয়ঙ্গ, ও যষ্টিমধু, ইহাদের কন্ধে তৈল পাক করিয়া নাভিতে লাগাইবে এবং ঐ সকল দ্রব্যের চুর্ণ দ্বারা নাভিদেশ পরিব্যাপ্ত করিবে। ২ ১ । “বাতদুষ্টং শিশুঃ স্তন্যং পিবন বাতগদাতুরঃ । ক্ষামস্বরঃ কৃশাঙ্গ: স্যাদ্বন্ধবিশ্ন ত্র-মারতঃ ॥ স্কিমো ভিন্নমলে বালঃ কামলা-পিত্তরোগবান। তৃষ্ণালু রুকসৰ্ব্বাঙ্গঃ পিত্তস্তুষ্টং পয়ঃ পিবন। কফছুষ্টং পিৰ ক্ষীরং লালালুঃ শ্লেষ্মরোগবান। নিদ্রাৰিতো জড় পূৰবক্তৃক্ষশ্বৰ্দ্দন শিশুঃ । , দ্বন্দ্বজে ৰম্বজং রূপং সৰ্ব্বঙ্গে সৰ্ব্বলক্ষণম্।” নিদানম্। ২ । “তস্য চেন্নাভিঃ পচোৎ, তাং লোগ্রমধুকপ্রিয়জুলারহরিদ্রাকক্ষসিদ্ধেন তৈলেনাভ্যজ্যt নেৰামেৰ তৈলেীবধানাং চুর্ণেনাবটুর্ণয়েৎ।' कब्रकग:हिडां ।