8. " প্রসূতি-ভন্ন। গর্ভাশয়ের দুই পার্থে ছুইটী বীজকোষ অবস্থিত। সেই বীজকোষ হইতে দুইটী বীজস্ৰোতঃ আসিয়া গর্তাশয়ে মিলিত হইয়াছে। প্রত্যেক বীজকোষ, অভ্যন্তর দিকে একটা বন্ধন রজু দ্বারা গর্ভাশয়ের উৰ্দ্ধপার্থে সংবন্ধ এবং বহির্দিকে বীজস্রোতের মুক্ত প্রান্তে দুই এক খও স্বত্র দ্বারা আবদ্ধ। গভবিবরণ। বীজকোষের অভ্যন্তরে বীজাণু সকল প্রস্তুত হইয়া অঙ্কুরাবস্থায় অবস্থান করে এবং যখন ঐ সকল বীজাণু পরিপক্ক হইয় উঠে, তখন কোষগুলি স্ফীত হইয়া থাকে ও উহাদের মধ্যে এক প্রকার রসের সঞ্চার হয় ; সেই রসে বীজাণু সকল ভাসিতে থাকে। ক্রমে যখন রসের আধিক্য-বশতঃ কোষগুলি ফাটিয়া যায়, তখন বীজকোষ হইতে বীজাণু সকল বাহির হইয়া বীজস্রোতের মুক্ত প্রান্তে আসিয়া সংলগ্ন হয় ও উহার ক্রমশঃ গর্ভাশয়ে আসিয়া উপস্থিত হয়। অনন্তর স্ত্রীপুরুষের মিলন কালে শুক্র-বীজাণু সকল গর্ভাশয় মধ্যে উহাদের সহিত মিলিত হইয়া বীজাণু সকলকে প্রস্ফুটিত করে এবং উহাদের পরস্পর মিলনে গর্ভসঞ্চার হইয়। থাকে। ইহাই শাস্ত্রোক্ত শুক্ৰশোণিত-সংযোগ । - বীজে গর্ভ সঞ্চার হইলে, সেই বীজ ক্রমশঃ বাড়িতে থাকে এবং শীঘ্রই অণ্ডাকারে পরিণত হয়। উহা তিন মাস পর্য্যন্ত গর্ভাশয় মধ্যে প্রায় অসংলগ্ন ভাবে অবস্থান করে এবং ঐ সময়ে একটা পুরু পরদ সমস্ত অণ্ড দেহটা আবৃত করিয়া রাখে। তিন মাসের পর ঐ পরদাটাই ফুলরূপে পরিণত হইয়া থাকে এবং অবশিষ্টাংশ বিল্লি বা কলারূপে গর্ভকে বেষ্টন করিয়া থাকে। ফুলের সংস্কৃত নাম অমল্লা এবং ঝিল্লির সংস্কৃত নাম কল৷ - » I RAM-Placenta. R i Fil-Membrane.
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।