পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । Gł প্রথম মাসের অও, একটা মটরের মত হইয়া থাকে এবং সেই জগুটী একটা উন্দ্র দ্বারা আবৃত থাকে ও তাছার মধ্যে লালার মত এক প্রকার পদার্থ থাকে। ঐ উৰাবৃত অগুটী প্রথম মাসান্তে একটী পারাবতের অগুসদৃশ হইয়া থাকে। দ্বিতীয় মাসে উহ্য অপেক্ষাকৃত বড় এবং তাহার মাথা খুব বড় ও হস্তপদাদির স্থান সকল একটু উচ্চ বলিয়া «बांश श्छ। उथन ऊभप्रैौ श्रवृं★थमाण अर्थीं९ थरू हेक्षि गषा श्ब्र থাকে। তিন মাসের ক্রণ তিন চারি ইঞ্চি লম্বা হয়। ঐ সময়ে তাহার দেহের চেয়ে মাথা খুব বড় হয় ও অঙ্গুলি সকলের চিহ্ন বেশ দেখা যায় এবং চক্ষু দুইটী চিংড়ি মাছের মত উচ্চ দেখায়। চারি মাসে ক্রণের স্ত্রী-পুরুষ-ভেদ লক্ষিত হয়, মাথায় অল্প অল্প চুল দেখা যায় ; কিন্তু নখ হয় না ও লম্বায় ছয় ইঞ্চি পর্যন্ত হয়। পাচ মাসে —নখ, মাথায় বেশ চুল, গায়ে অল্প অল্প লেম ও লম্বায় দশ ইঞ্চি পৰ্য্যন্ত হয় এবং গর্ভিণী গর্ভ মধ্যে তাহার সঞ্চলন বুঝিতে পারে। ছয় মাসে,—বার ইঞ্চি পৰ্য্যন্ত লম্বা হয়, ভ্ৰ দেখা যায়, কিন্তু তখন চোক ফোটে না, অণ্ডকোষ দুইটী পেটের মধ্যেই থাকে। ঐ সময়ে ভূমিষ্ঠ হইলে, কিছুক্ষণ বাচিয়া থাকিতে পারে। সাত মাসে,—প্রায় চৌদ্দ ইঞ্চি লম্বা হয়, চোখ ফোটে, অণ্ডকোষ হুইট বাহির হয়। তখন জন্মিলে বাচিবার আশা থাকে। অষ্টম মাসে– সন্তান ষোল ইঞ্চি পৰ্য্যন্ত লম্বা হয় এবং নয় বা দশ মাসে সন্তান পরিপুষ্ট ও সৰ্ব্বাঙ্গ সম্পূর্ণ হইয়া থাকে। পাচ ছয় মাসের পর গর্ভিণীর পেটে হাত দিলে, গর্ভস্থ সন্তানের সঞ্চলন বুঝিতে পারা যায় এবং কখন কখন তাহার হাত অথবা পা পেটের মধ্যে এক স্থানে উচু হইতেও দেখা যায়। ঐ সময়ে পেটের উপর কর্ণ দিয়া শুনিলে, সন্তানের হৃদযন্ত্রের স্পনানও অনুভূত হইয়া থাকে। —\