পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}е প্রস্তুতি-তন্ত্র। অতি অল্প বা অতি দীর্ঘকালও লাগিয়া থাকে। তিন অঙ্গুলি পরিমাণ গর্ভচ্ছিদ্রের বিস্তুতি হইতে যত সময় লাগে, সাধারণতঃ পূৰ্ণবিস্তৃতি হইতে তাহার অৰ্দ্ধেক সময় লাগিয়া থাকে। স্বাভাবিক প্রসবের ইহাই নিয়ম। দ্বিতীক্সাবস্থান্ন,—পানমুচি ভাঙ্গার পর প্রসব বেদনার কথঞ্চিৎ শান্তি হয়। সেই সময় গভিণীও একটু সুস্থ হয় । তারপর আবার তীব্রভাবে ঘন ঘন বেদনার আবির্ভাব হয়। তখন প্রস্থতি ঘন ঘন নিশ্বাস ফেলিতে থাকে ও কিছু চাপিয়া ধরিয়া জোরে প্রবাহণ করিতে ( কোথ দিতে ) থাকে। এই সময়েই প্রবাহণের দ্বারা প্রসব কার্য্যের বিশেয সহায়তা হয়। কেন না, প্রবাঙ্গণের সঙ্গে সঙ্গে সন্তানও বাহির হইতে থাকে। তখন মুলাধারভূমি বা মূলভূমি অর্থাৎ যোনিদ্বার ও মলদ্বারের মধ্যবর্তী স্থান অত্যন্ত স্ফীত ও বিস্তৃত হইয়া পড়ে এবং উহা ফার্টিয়া যাইবার উপক্রম হয়। ঐ সময়ে প্রসবোম্মুখ সস্তানের মস্তক গর্ভাশয় সঙ্কোচের ফলে বাহির হইতে চেষ্টা করে এবং ঐ স্থানে পুনঃপুনঃ বাধা প্রাপ্ত হয়। এই সদয়ে প্রসববেগ প্রবল হইলে মূলভূমিঞ্চ বিদীর্ণ হইবার বিশেষ সম্ভাবনা । মূলভূমি সম্পূর্ণরূপে ফাটিয়া গেলে, মলদ্বার ও বোনিদ্বার এক হইয়া যাইতে পারে। উহাতে বিশেষ বিপদের সম্ভাবনা আছে। অতএব যাহাতে উহ ন ফাটিতে পারে সে বিষয়ে সাবধান হওয়া আবশ্যক। সন্তানের মস্তক বাহির হইলে, প্রস্থতি কথঞ্চিৎ সুস্থ হয়। তারপর যখন অবশিষ্ট দেহটা বাহির হইয়া আসে, তখন সেই সঙ্গে অবশিষ্ট জলও বাহির হইয় পড়ে। প্রথম প্রস্থতির দ্বিতীয়াবস্থা প্রায় দুই ঘণ্টা থাকে। কিন্তু যাঙ্গাদের একাধিক সন্তান হইয়াছে, তাহদের এক ঘণ্টা বা তদপেক্ষাও অল্প সময় লাগে। তুতীক্সাবস্থা,–সন্তান ভূমিষ্ট হওয়ার পর গর্ভাশয় দৃঢ়ভাবে

  • মূলধারভূমিমূলভূমিৰ নাম গুদোপন্থমধ্যন্থো ভাগঃ সেবনীচিহ্ণিতঃ । প্রত্যক্ষশারীরম ।
  • togfit—Perineum.