পরিশিষ্ট । $2. সঙ্কুচিত হইতে থাকে এবং যতক্ষণ না সম্পূর্ণরূপে সজুচিত হয়, ততক্ষণ গর্ভাশয় হইতে রক্তস্রাব হইতে থাকে। এই সময়ে অমরা-পতনের জন্ত আবার ব্যথার উদয় হয় এবং সেই ব্যথাতেই অমরা বা ফুল পড়িয়া যায়। ফুল পড়িয়া গেলে, জরায়ু সঙ্কচিত হইয়া মুষ্টিগ্রাহ হইয়া থাকে। কাজেই তখন জরায়ুর মধ্যে অবকাশ না থাকায় রক্তস্রাবও রহিত হইয়া যায়। যদি জরায়ুর দৃঢ়ভাবে সঙ্কোচ হইতে বিলম্ব ঘটে, তাহা হইলে অমরার কতক অংশ ছাড়িয়া যায় ও কতক অংশ জরায়ু-গাত্রে লাগিয়া থাকে, সেজন্য গর্ভাশয়ের মধ্যে রক্তস্রাব হইতে থাকে। এই রক্তস্রাব অধিক হক্টলে প্রস্থতির প্রাণনাশের সম্ভাবনা, সেজন্য এই সময়ে গর্ভাশয় যাহাতে শীঘ্র শাস্ত্র সঙ্ক চিত হয়, তাহার ব্যবস্থা করা আবশ্যক। প্রসনবাস্তে বেদল,—প্রসবের পরে দুই তিন দিন পর্য্যস্ত তলপেটে প্রসব বেদনার হার এক প্রকার মন্দ মন ব্যথা হইতে থাকে। তাহাতে জরায়ু উত্তরোত্তর দৃঢ়ভাবে সঙ্কুচিত হইতে থাকে এবং সেজন্ত গর্ভাশয়ের যাবতীয় ক্লেদ বাহির হইয়া পড়ে। প্রসবকালে কর্তব্য । প্রসবের সময় কতকগুলি বিষয়ে বিশেষ সাবধান হওয়া আবশ্যক। ১ । প্রসফগৃহ । গৃহট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হইবে এবং ঘরের ভিতরে দুই তিন জনের অধিক লোক থাকিবে না। যদি সেই ঘরে পূৰ্ব্বে কাহারও সন্তান হইয় গর্ভিণীর স্থতিকা-সন্নিপাতে বা সন্তানের ধনুষ্টঙ্কারে মৃত্যু হইয়া থাকে, তবে সে গৃহ ত্যাগ করাই উচিত। যদি তাহা ত্যাগ করা অসম্ভব হয় ; তবে, পাকাঘর হইলে কলি ফিরাইয়া দিবে। আর মাটির অথবা বেড়ার ঘর হইলে রসকপুর জলে গুলিয়া সেই জল
- Proso (Porchloride of Mercury) of cro star J-votal offixta froë কাৰ্য্যোপযোগী লোশন হইবে । আইজলে ( Izul ) লোশন করিত হইলে দুই সের জলে এক কাচ্চা জাইজল দিবে। জল অগ্রে ফুটাইয়া লওয়া জাবশ্যক ।