পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । రి কোষ্ঠগুদ্ধি না থাকে, তাহা হইলে, দুই সের গরম জলে এক ছটাক সাবান গুলিয়া উহার (ডুশ ব) বস্তিপ্রয়োগ দ্বারাগর্ভিণীর সঞ্চিত মলনিৰ্গত করাইয়। দিবে এবং প্রসবদ্বার বা যোনিমুখ বাহির হইতে সাবান জল দিয়া উত্তম রূপে পরিষ্কৃত করিয়া দিবে। পরে প্রস্থতিকে খানিক গরম দুগ্ধ খাওরাষ্টয়া চলিয়া বেড়াইতে বলিবে। যে পৰ্য্যন্ত ভিতরে গর্ভারের পূর্ণবিস্তৃতি না ঘটে, সে পৰ্য্যন্ত যতদূর সম্ভব চলিয়া বেড়ান প্রস্থতির পক্ষে বিশেষ ঠিতকর ; কেননা চলির বেড়াইলে গর্ভারের বিস্তৃতি শীঘ্র শীঘ্ৰ ঘটির থাকে। এই অবস্থায় সৰ্ব্বপ্রথমে একবার মাত্র হস্তশোধন করিয়া গর্ডদ্বারের ও গর্ভস্থ সন্তানের অবস্থান সম্বন্ধে পরীক্ষা করা যাইতে পারে। কিন্তু অধিকবার পরীক্ষা বা ঘাটাঘাটি কদাচ করিবে না। ঐরাপ করায় বিশেষ বিপদের সম্ভাবনা আছে। গর্ভারের পূর্ণবিস্তুতি ঘটলে পর প্রস্তুতিকে শয্যায় শোয়াইয়া দিবে এবং পানমুচি ফাটির যাওয়ার প্রতীক্ষ} করিতে থাকিবে । পালমুচি ফাটিলে কৰ্ত্তব্য –পানমুচি ফাটিবার পরে অতি সত্বরই শিশুর মাথা যোনিদ্বার পর্য্যন্ত নামিয়া আসে। এই সময়ে দুইটী বিষয়ে সতর্কতা আবশ্যক। S I সন্তানের গলায় নাড়ী বেষ্টিত আছে কি না, তাহার পরীক্ষা । ইঙ্গ সহজেই সন্তানের গলার চারিদিকে অঙ্গলি ঘুরাইয়া দেখিলেই জান। যায়। যদি গলায় নাড়ী বেষ্টিত থাকে, তবে অল্পে অল্পে মাথা গলাইয়া নাড়ীর বেষ্টন খুলিয়া দিবে অথবা নাড়ী যাহাতে শক্তভাবে না আটুকাইতে পারে, সেরূপ করিয়া দিবে। নিতান্তই যদি এই উভয় কাৰ্য্যের কোনটাই করিতে না পারা যায় ; তাহা হইলে সেই নাড়ীর মধ্যস্থলে দুই পার্শ্বেজুইটী বেশ শক্ত করিয়া বাধন দিবে এবং ঐ বন্ধনম্বয়ের মাঝখানে কাচি দিয়৷ কাটিয়া দিবে। বিশেষ সাবধান, নে কাচির আগাটা কোথাও নী বিধিয়া যায়।