$8 প্রসূতি-তন্ত্র। ২। মুলাষারভূমি বা পেল্লিলিক্সম, রক্ষা –প্রসবের বেগে অনেক সময়েই যোনি ও মলদ্বারের মধ্যস্থলে মূলভূমি বা মূলাধারভূমি ফাটিয়া যায় এবং এইরূপ ফাটিয়া যাওয়াতে প্রস্থতির তৎকালে স্থতিক-সন্নিপাত প্রভৃতি এবং পরে যোনিকন বা জরায়ুনিগম প্রভৃতি দারুণ দুশ্চিকিৎস্য রোগ উৎপন্ন হইতে পারে। এজন্য যাহাতে মূলাধারভূমি না ফাটিয়া যায়, তদবিষয়ে বিশেষ সতর্কতা আবশ্যক। মূলাধারভূমির রক্ষার যত প্রকার উপায় আছে, তন্নধ্যে নিম্নলিখিত উপায়ই প্রশস্ত। যখন শিশুর মস্তক যোনিমুখে দেখা যাইবে, তখন খানিকটা বিশুদ্ধ তুলা বা পরিশুদ্ধ বস্ত্রখণ্ডের লুট করিয়া সম্মুখে মলদ্বারের উপর একহস্তে এরূপভাবে বিবেচনার সহিত চাপিয়া ধরিবে, যাঙ্গতে মূলাধারভূমি শিথিল থাকে এবং অপর হস্তদ্বারা শিশুর মস্তক যাহাতে অতি সত্বর বাহির হক্টতে না পারে, সেজন্ত উহা প্রসববেগ আসিলে ভিতরেব দিকে ঠেলিয়া রাখিবে। দুই চারি বার এইরূপ করিতে করিতে ক্রমে মূলাধারভূমি অল্পে অল্পে ক্ষীক হইয়া প্রসবপথ উন্মুক্ত করিয়া দিবে । এষ্ট সময়ে যদি অপর কোন ব্যক্তি উত্তমরূপে পরিষ্কৃত হস্তের দুইটী অঙ্গুলি দ্বারা বনিকটা গরম তৈল লইয়া যোনির নিম্ন পরিধি ধীরে ধীরে দণক করিয়া দিতে থাকেন, তাহা হইলে মূলাধারভূমি-রক্ষা আরও সহজ হয়। প্রথম-প্রস্থতির মূলাধারভূমির উপর গরম জলের স্বেদ দিলে আরও উপকার হয়। সস্তান ভূমিষ্ঠ হইলে,—প্রথমেই সে জীবিত কিনা অর্থাৎ বেশ শ্বাসলইতেছে কিনা তাহাই দেখিবে এবং প্রস্থতির রক্তস্রাব অধিক হইতেছে কিনা তদ্বিষয়ে সবিশেষ লক্ষ্য করিবে। স্মরণ রাখিবে, এই দুইটী বিষয়ের সহিত শিশুর ও প্রস্থতির জীবন-মরণ-সম্বন্ধ। এজন্য একজন যেমন শিগুর ভার লইবে, আমনই অপর একজন প্রস্থতির তলপেটে জোরে চাপ দিয়া জরায়ু মুঠার মধ্যে ধরিয়া রাখিবে। *
পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।