পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট >సా ভাবে মুঠার মধ্যে ধরিয়া অপর হাতে ফুলটা ধীরে ধীরে দুবাইয়া ঘুরাইয়া কৌশলক্রমে বাহির করিবে । সতর্কত। —কদাচ ফুল বাহির করিবার জন্ত নাড়ী ধরিয়া টানিবে না। যদি জরায়ু হইতে ফুল না খসিয়া থাকে, তাহা হইলে নাড়ীর টানের সঙ্গে জরায়ু পৰ্য্যন্ত বাহির হইয়া আসিতে পারে। কিংবা নাড়ী বা ফুলের অংশবিশেষ পেটের মধ্যে থাকিয়া যাইতে পাবে। সেজন্য তখনই অধিক রক্তস্রাবে অথবা পরিণামে স্থতিকাসন্নিপাতে প্রস্ততিব মৃত্যু হইতে পারে । প্রসবের পর একঘণ্টা পৰ্য্যন্ত পূৰ্ব্বকথিত প্রক্রিয়া সত্ত্বেও যদি ফুল না পড়ে, অথবা ফুল পড়িবার পূৰ্ব্বে বা পরে অত্যধিক রক্তস্রাব হইতে থাকে, তাঙ্গ হইলে কোন প্রস্থতিতন্ত্র-নিপুণ চিকিৎসককে ডাকিয়া পাঠাইবে। ফুলপড়ার পর,—প্রস্থতিকে এককাচ্চ অশোকসার ( বা ১৫ ফে ট। আরগঢ় ] শীতল জলের সহিত মিশাইয় গাঙ্গতে দিবে ; তাহা হইলে জরায়ু দৃঢ়ভাবে সঙ্কুচিত হইয়া যাইবে, সঙ্গে সঙ্গে রক্ত বেও বন্ধ হইবে। তারপর বিশুদ্ধ গরমজল বা রসকপুরের জল দিয়া প্রস্তুতিব যোনির সম্মুখ ভাগ বেশ করিয়া ধুইয়া মুছাইয় দিবে ও পরিষ্কার বিশুদ্ধ তুলার বা ঠাকুড়ার ছোট একটা গদিৰ মত করিয়া যোনির মুখভাগে দিয়া কোপান পরাইয়া দিবে এবং আর একটা অপেক্ষাকৃত বড় বিশুদ্ধ তুলা বা ন্যাকৃড়ার গদির মত করিয়া তলপেটে জরায়ুর উপর দিয়া একখানা ছোট লম্বা কাপড় দিয়া পেটটা উত্তমরূপে জড়াইয়া বাধিয়া দিবে এবং ঐ বন্ধনীর লম্বা কাপড়ের দ্বারা প্রস্থতির নিতম্ব ও উরুদ্বয়ের কিয়দংশ স্থান পর্য্যন্ত জড়াইয়া বাধিয়া দিবে,যাহাতে প্রস্থতি পা ফাক করিয়া চলিয়া ফিরিয়া না বেড়াইতে পালে ; অনন্তর প্রস্থতিকে স্থির হইয় গুইয়া থাকিতে বলিবে । প্রস্মৃতি-চৰ্ম্মা –সন্তান প্রসবের কিছুক্ষণ পরে প্রস্থতিকে লঘু পথ্য দিবে। পেট ভার থাকিলে পথ্যাদি কিছু না দিয়া অল্প অল্প গরম