পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২• প্রসূতি-তন্ত্র। জল পান করিতে দিবে। কিন্তু রক্তস্রাবের সম্ভাবনা থাকিলে গরম জল না দিয়া শীতল জল দিবে। প্রস্তুতির বাহাতে নিদ্রার ব্যাঘাত না হয়, তাহার জন্ত বিশেৰ সাবধান হইবে এবং যদি দেখ, পর পর দুইরাত্রি প্রস্থতির নিদ্রা হইতেছে না ; তাহা হইলে প্রস্থতির বিকার হইবার সম্ভাবনা আছে বুঝিবে। তাদৃশ অবস্থায় উপযুক্ত চিকিৎসককে ডাকিয় দেখাইবে । প্রসবের পর তিন দিন পর্য্যন্ত প্রস্থতিকে উঠিতে বসিতে দিবে না। প্রস্রাব ত্যাগ করা আবশ্যক হুইলে, দুই তিন দিন পর্য্যন্ত গুইয়া শুষ্টয়া প্রস্রাব করাই ভাল। নিতান্তই আবশ্যক বোধ হইলে বড় জোর শয্যার উপর বসিয়া ওস্তাব করা চলিতে পারে। যদি প্রসবান্তে প্রস্থতির প্রস্রাব বন্ধ থাকার জন্য বিশেষ কষ্ট হয়, তবে তলপেটে বস্তিপ্রদেশে (bludder) গরম জলের সেক দিবে। তাঙ্গাতে ঘদি প্রস্রাব না হয়, তাহা হইলে শলাকা দিয়া প্রস্রাব করাইয়া দিবে। এস্থলে বলা আবশ্যক যে, প্রভেকবার প্রস্রাব বা দাস্ত হইবার পর প্রস্থতির যোনিমুখ বিশুদ্ধ গরম জল দিয়! ধৌত করিয়া কোপীন বদলাইয় দিতে হইবে এবং অপর সমযেও প্রসবান্তেব স্বাভাবিক স্রাবে ভিজিয়া গেলে মধ্যে মধ্যে কেীপীন বদলান আবশ্যক। প্রস্থতির তিন দিন পরেও যদি প্রকৃতির মলবদ্ধ থাকে, তবে আধ ছটাক এরও তৈলের (Castor Oil) জোলাপ দিবে। তাহাতে যদি মল পরিষ্কার না হয়, তবে বস্তিপ্রয়োগ (পিচকারী) করিয়া দাস্ত করাইয়া দিবে। কদাচ মল প্রভৃতির জন্য কেঁপি দিতে দিবে না। কেন না তাঙ্গতে রক্তস্রাবাদি নানাবিধ উপসর্গ হইবার সম্ভাবনা। প্রসবের পর প্রথম তিন চারি দিন কেবল রক্তস্রাব হইয়া থাকে। তার পর রক্ত কমিয়া আসে এবং যাহা কিছু শ্রাব হয়, তাহার রঙের তত গাঢ়তা থাকে না। সাত আট দিন পরে স্রাবের রং পীতাভ হইয় আসে।