পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট। ৷ ミ> একুশ দিনের পর সাধারণতঃ স্রাব বন্ধ হইয়া যায়। আর যদি অধিক দিন পর্য্যন্ত রক্তাভ ম্রাব হইতে থাকে। তাহ হইলে গর্ভাশয় স্বাভাবিক সৰু চিতাবস্থা প্রাপ্ত হয় নাই বুঝিয়া যথাযথ চিকিৎসা করাইবে। এরূপ অবস্থায় রক্তপ্রদরোক্ত ব্যবস্থা পালনীয়। প্রসবের পর প্রত্যহ প্রস্থতির নাড়ীর গতির প্রতি বিশেষ লক্ষ্য রাখা আবশ্বক। যদি কোন দিন সামান্য একটু জর বলিয়া বোধ হয়, তাঙ্গ হুইলে বিশেষ চিন্তিত হইবার আবগুক নাই। আর যদি জর বেশী বলিয়া বোধ হয়, তবে বিশেষ অনুসন্ধান করিয়া দেখিবে যে, ঐ জর প্রস্থতির কোষ্ঠবদ্ধতার জন্য অথবা স্তনে দুগ্ধ আসার জন্য হইয়াছে কি না। যদি মলবদ্ধতার জন্য জর হয়, তাহ হইলে দুই তোলা বিশুদ্ধ এরণ্ড তৈলের (Costor Oil ) জোলাপের ব্যবস্থা করিবে । তাহাতে দুই তিনবার মল বাহির হইয়া গেলেই জরের প্রকোপ কমিয়া যাইবে। আর যদি স্তনে দুগ্ধ আসার জন্য জর হয়, তাহা হইলে স্তনের দুগ্ধ গালিয়া ফেলিবে বা অপর কোন শিশুকে স্তন্য পান করাইয়া দিবে, তাহাতে জরের উপশম হুইবে । পূৰ্ব্বেক্ত কারণস্বয় ব্যতিরিকেও যদি প্রস্থতির প্রবল জর হয়, মাথার যন্ত্রণ থাকে, চক্ষুঃ লাল হয়, তাহা হইলে কাল বিলম্ব না করিয়া উপযুক্ত চিকিৎসককে ডাকাইয় তাহার হস্তে চিকিৎসার ভার অর্পণ করিলে এবং তাহার ব্যবস্থামত রোগিণীর পরিচর্য্যা করিবে এরূপ অবস্থায় স্থতিক-সন্নিপাতের বিশেষ আশঙ্কা জানিবে। গর্ভিণীর বিপৎসমূহ। গর্ভাবস্থায় নানা প্রকার ব্যাধির সম্ভাবনা আছে। কিন্তু যেরূপ আচার ব্যবহারে থাকিলে গর্ভিণীর রোগ হইবার সম্ভাবনা অতি অল্প,